Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Morsheda Zaman Lizi books

follower

মোর্শেদা জামান লিজি

মাের্শেদা জামান লিজি জামালপুর জেলার । মাদারগঞ্জ উপজেলাধীন নিশ্চিন্তপুর গ্রামের এক মুসলিম পরিবারের মেয়ে। ১৯৭৮ সালের ১৫ ডিসেম্বর মাদারগঞ্জের সুখনগরী গ্রামে মাতুলালয়ে জন্ম । বাবা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম মােঃ মােরশেদুজ্জামান। মা মাহবুবা জামান। তিন ভাই বােনের মধ্যে বড়। পড়াশুনা শুরু করেন মাদারগুঞ্জের ঝাড়কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৯৩ সালে ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি এবং ১৯৯৫ সালে মাদারগঞ্জ এ.এইচ, জেড. । সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজ থেকে ১৯৯৭ সালে বি এ পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে সরকারি তিতুমীর কলেজ থেকে এম এ করেন । তিন সন্তান বায়েজিদ, লাইবা, বুখারীকে নিয়ে কাটছে লেখিকার ব্যস্ত সময়। স্বামী পুলিশ সুপার জনাব মােঃ আশরাফুর রহমান । প্রকাশিত গ্রন্থ- রক্তপলাশ, সানাই, উদিতি, অঞ্জলি লহ মাের ও রঙ দিয়েছে প্রজাপতি।

মোর্শেদা জামান লিজি এর বই সমূহ

(Showing 1 to 7 of 7 items)

Recently Viewed