প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
প্রতিমা ধর
৩৮৩ কি.মি. প্রবাহিত ব্রহ্মপুত্রের অববাহিকায়, ঐতিহ্যবাহী জামালপুর জেলায়, অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী আদর্শ শিক্ষক পিতা জিতেন্দ্র চন্দ্র ধর-এর পরিবারে প্রথম কন্যা প্রতিমা ধর বিজয়ের মাসে মাতা আরতী ধর-এর কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে ব্রহ্মপুত্রের কলকল শব্দে বয়ে চলা, কাশফুলের অপরূপ দৃশ্য, রেললাইন বয়ে সমান্তরাল অবলোকন করে। কবির কিশোরী মনে ছন্দের দোলা, শব্দ মিলিয়ে নতুন নতুন বাক্য গঠনে নব উদ্দীপনা সৃষ্টি করে। স্কুল-কলেজের দেয়ালিকা, ম্যাগাজিন ও স্থানীয় পত্রিকায় লেখালেখিতে তার হাতেখড়ি। আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে বাংলায় অধ্যয়নরত সময়ে বিখ্যাত বুঝীন্দ্রসঙ্গীত শিল্পী, সাহিত্যিক প্রফেসর সুমিতা নাহা ও গবেষক বীর প্রতীক তারামন বিবিকে খুঁজে বের করা) প্রফেসর বিমল কুমার দে স্যারের সান্নিধ্যে শব্দ তৈরি, শব্দচয়ন, শব্দবিন্যাস, শব্দের শৈল্পিক সংযোজন ও শব্দমালা উপস্থাপনে পরিপক্কতা লাভ করেন। ময়মনসিংহ মহিলা টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষায় বি.এড. অধ্যয়ন কালে জনাব মনিরুল ইসলাম স্যারের অনুপ্রেরণায় সাহিত্যে বিচরণ মজবুত হয়। কবি প্রতিমা ধর পেশায় শিক্ষকতার পাশাপাশি, একজন সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার, বাচিকশিল্পী, চারু-কারু শিল্পী, সুতোর বুননে অপরূপ নক্সীশিল্পী, জীবনযোদ্ধা, সফল সহধর্মিনী, গর্বিত জননী। কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'পাঁচকাহন' পাঠক হৃদয়ে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ভারত- বাংলাদেশের কবিদের সমন্বয়ে ১০টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন কাব্য ও সঙ্গীত সংগঠনের সাথে কবির বেশ আনাগোনা রয়েছে। জামালপুর জেলা প্রাথমিক সাংস্কৃতিক গোষ্ঠীর একজন দক্ষ সংগঠক। বাংলাদেশ 'উদীচী শিল্পী গোষ্ঠী'র একজন শিল্পী ও কর্মী। জেলার কয়েকটি সংগঠনের আজীবন সদস্য। আন্তর্জাতিক সংগঠন 'বিশ্বভরা প্রাণ'- এর জামালপুর জেলার সভাপতি। দ্বিতীয় কাব্যগ্রন্থ 'সাতনরী' লোকমাঝে সমাদৃত হলে কবির লেখনীর আঁচড় সার্থক হবে।