clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Ashona Habib Vhabna books

followers

আশনা হাবীব ভাবনা

বহুমুখী প্রতিভার অধিকারী শিল্পী আশনা হাবিব ভাবনা, স্কুলে যাওয়ার আগেই নাচ এবং বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের মাধ্যমে শিল্প জগতে পদার্পণ করেন। তার বাবা-মা ও ছিলেন শিল্পের মানুষ, তাই তাদের প্রবল উদ্যমে সমগ্র স্কুল জীবনে নাচ হয়ে ওঠে তার সার্বক্ষণিক সঙ্গী। স্কুলে থাকতেই ‘আমাদের নূরুল হুদা' নাটকে শিশু শিল্পী হিসাবে তিনি প্রথম অভিনয় করেন। এরপর একে একে টেলিভিশন, সিনেমা, বিজ্ঞাপন, ওটিটি মাধ্যমে প্রবল প্রতাপের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে তার আঁকা ছবি দেখে বিজ্ঞজনেরা সুচিন্তিত মতামত দিচ্ছেন, হয়তোবা অতি অচিরেই তার একক চিত্রকর্মের প্রদর্শনী দর্শক দেখতে পাবেন। সেই স্কুল জীবন থেকেই তিনি পত্রপত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জোরালোভাবে তার নিজস্ব বক্তব্য তুলে ধরছেন, তারই ধারাবাহিকতায় তিনি প্রায় ছয় বছর ধরে নিয়মিত পাঠকদের জন্য কবিতা এবং উপন্যাস প্রকাশ করে থাকেন। এ পর্যন্ত তার লেখা উপন্যাস গুলো হলো গুলনেহার, গোলাপী জমিন এবং তারা। এছাড়াও তার দুটি কাব্যগ্রন্থ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, যেগুলোর নাম যথাক্রমে রাস্তার ধারের গাছটির কোন ধর্ম ছিল না এবং ডানপন্থী কবিতারা। তার লেখায় মূলত তার ব্যক্তিগত অনুভূতি এবং নারীর জীবন প্রবাহ উঠে আসে আপন খেয়ালে। রাইফেলস পাবলিক স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করার পর তিনি ইউনিভার্সিটি অব গ্রেন্ডারস (লন্ডন) থেকে স্নাতক সম্পন্ন করেন। যেহেতু প্রতিনিয়ত শিল্পের ভেতরেই বাস করেন সেটা হোক লেখালেখি, ছবি আঁকা কিংবা অভিনয়, সুতরাং শিল্পের সংগে কোন প্রকার আপোষ করতে জানেন না তিনি।

আশনা হাবীব ভাবনা এর বই সমূহ

(Showing 1 to 6 of 6 items)

Recently Viewed