Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Md. Kamrul Huda books

follower

মো: কামরুল হুদা

কামরুল হুদা। ১৯৭৬ সালের ১৬ ডিসেম্বর, সম্ভ্রান্ত মুসলিম পরিবারে দাদাবাড়িতে জন্মগ্রহণ করেন।পিতৃনিবাস সিরাজগঞ্জ জেলার হযরত শাহমুখদম (রঃ) ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত শাহজাদপুর থানার মশিপুর গ্রাম। পিতা - মরহুম নূরুল হুদা,ছিলেন পেশায় শিক্ষক। মাতা- মোছাঃ- জামিলা খাতুন, গৃহীনি।শিক্ষাজীবন - দুর্গাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়, শাহজাদপুর সরকারি কলেজ, রাজশাহী সরকারি কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর থেকে সর্বশেষ এম বি এ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন - শাহজাদপুরে আই এস এস টি ইংলিশ মিডিয়াম স্কুলে এক বছর শিক্ষকতা করেন এবং পরবর্তীতে বাংলাদেশের স্বনামধন্য এ সি আই লিঃ গ্রুপের, এ সি আই এনিমেল হেলথ বিজনেস এ সেলস এন্ড মার্কেটিং বিভাগে যোগদান করেন।বর্তমানে সেখানেই "ডেপুটি সেলস ম্যানেজার" পদে রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত । প্রথম প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ ' কষ্টের নীল কাব্য '২ দ্বিতীয় প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ ' বাংলার উদীয়মান কবি' "সুবোধ তুই ঘুরে দাড়া " কবির প্রথম একক কাব্যগ্রন্থ।ছোটবেলা থেকেই লেখালেখির শুরু। কলেজ ম্যাগাজিন, দেয়ালিকা, অনুকাব্য (প্রথম আলো বন্ধুসভা, উল্লাপাড়া থেকে প্রকাশিত) সহ বিভিন্ন স্থানে বিভিন্ন সময় কবিতা, অনুগল্প প্রকাশিত হয়েছে।

মো: কামরুল হুদা এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed