প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আব্দুল গফ্ফার দত্তচৌধুরী
কবি আবদুল গফ্ফার দত্তচৌধুরী বর্তমান ভারতের করিমগঞ্জ জেলার বাদে-কুশিয়ারাকুল পরগনার বাগরসাঙ্গন গ্রামে আনুমানিক ১৯১২ খ্রিষ্টাব্দের মে মাসে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রাসিদ আলী চৌধুরী এবং মা হাসনা বানু। ১৯২৬ থেকে ১৯৬০ পর্যন্ত কবিতা, গান, অনুবাদ, ছোটোগল্প ও প্রবন্ধ রচনা করেন। তিনি মাহেনও, উদ্বোধন, শিক্ষাসেবক, বাংলার শক্তি, ভাণ্ডার, বঙ্গলক্ষ্মী, বলাকা প্রভৃতি সাহিত্যপত্রিকায় লিখতেন। ১৯৪২ থেকে ১৯৪৬ সালের মধ্যে তাঁর ৯টি গানের পুস্তিকা প্রকাশিত হয়। এগুলো হচ্ছে: জাপানী জুলুমের জারি, মুনাফাখোরের কবি, গরীবের গান, শেরোয়া, দীওয়ানা, ভোটের লড়াইয়ের কবি, মিতালীর গান, হেলাল ও মোজাহিদের গান। কবিতা, গান, সনেট, গল্প, শিশুতোষ রচনা মিলিয়ে তাঁর স্বহস্ত লিখিত ৫০টি অপ্রকাশিত পাণ্ডুলিপি পুনরুদ্ধার করা হয়েছে। ১৯৬৬ সালের ১ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।