প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন
জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন (জন্ম: ১৯৬৬ ), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে উন্নয়ন কর্মী হয়ে দেশীয় ও আন্তজার্তিক অবাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকুরী শুরু করেন। ২০০৩ সালে কানাডায় সপরিবারে স্থায়ীভাবে বসবাস শুরু করে, আবারও পড়াশুনা শুরু করেন। University of Guelph থেকে ফ্যামিলি এন্ড কমিউনিটি সোশ্যাল সার্ভিস বিষয়ে স্নাতক ডিগ্রি (অনার্স প্রোগ্রাম) নিয়ে আবারও উন্নয়ন কর্মী হিসাবে রেজিস্টার্ড সোশ্যাল সার্ভিস ওয়ার্কার হিসাবে ২০১০ সাল থেকে অদ্যাবধি টরেন্টো ভিত্তিক বিভিন্ন অবাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকুরি করে আসছেন । লেখকের কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক গল্প ‘হোমলেস’, ‘স্বপ্নের ইমিগ্রেশন’, ‘জোৎস্না ম্যানশন’, ‘স্বপ্নের ইমিগ্রেশন’, ‘সিঙ্গেল মাদার’, প্রভৃতি জনপ্রিয় ধারাবাহিক মাসমিডিয়াতে ব্যাপক সাড়া পায়। লেখকের বেশ কিছু লেখা পরবাসী ব্লগ' নামে জনপ্রিয় ব্লগে, কানাডার জনপ্রিয় 'সাপ্তাহিক বাংলা মেইল পত্রিকায় প্রকাশিত হয়ে আসছে । এবছর 'হোমলেস', 'স্বপ্নের ইমিগ্রেশন', 'জোসনা ম্যানশন' উপন্যাস আকারে প্রকাশিত হচ্ছে । মুক্তিযুদ্ধ বিষয়ক লেখকের একটি জনপ্রিয় গল্প 'শেকড়' ২০২১ সালে বাংলাদেশের বুকল্যান্ড প্রকাশনা থেকে ৫০ লেখকের ভাবনা নিয়ে পঞ্চাশে বাংলাদেশ গ্রন্থে প্রকাশিত হয়েছিল। 'মানসিক স্বাস্থ্য (Mental Health ) নিয়ে জানা অজানা কথা' নামে লেখকের একটি প্রবন্ধমূলক লেখা ২০২১ সালে 'টরেন্টো বাংলা স্কুল' এর সম্পাদনায় 'বর্ণ মালা' নামক ম্যাগাজিনে প্রকাশিত হয়।