প্রসঙ্গ কথা সমুদ্রকে বলা যায় মহারত্নের আধার। সে কারণে অতি প্রাচীনকাল হতেই সমুদ্র নিয়ে মানুষের আগ্রহ অসীম। সমুদ্র আমাদের হাতের কাছে হলেও কেমন যেনো নাগালের বাইরে। সে কারণে আমাদের কাছে মহাকাশের চেয়ে সমুদ্র অধিক অচেনা। কিন্তু দুর্জেয়কে জয় করাই তো মানুষের কাজ। তারই ধারাবাহিকতায় সমুদ্র গভীরে নিয়মিত পরিচালিত হচ্ছে দুঃসাহসী মানুষের অভিযান। এভাবে উন্মোচিত হচ্ছে বিস্ময়কর নানা রহস্য। সমুদ্র যেন এক কল্পনার অতীত রূপকথার রাজ্য।
আসলে স্থলভাগের প্রাণীগুলোর চেয়ে অনেক বেশি সুন্দর প্রাণী আর উদ্ভিদ রয়েছে সমুদ্রের গহীন তলদেশে। লম্বা গলার জিরাফ বা বিশালদেহী হাতির মতোই জলভাগের তলদেশে আছে রূপকথার মতো অসংখ্য বড় প্রাণী। বিশেষজ্ঞদের মতে, স্থলভাগে যত মূল্যবান ও সুন্দর বস্তু আছে, তার চেয়ে কয়েকগুণ বেশি লুকিয়ে আছে অথৈ জলরাশির গভীরে। সমুদ্র বিজ্ঞানীরা বলেন, সমুদ্রের গভীরে এতোসব বিস্ময় ছড়িয়ে রয়েছে, যা মানুষের কল্পনারও অতীত। মানুষ মহাকাশ আবিষ্কারের দিকে বেশি মনোযোগ দিয়েছে বলেই সমুদ্রের বিস্ময়গুলো অজানা রয়ে যাচ্ছে। অনেক বিজ্ঞানী দুঃখ করে বলেন, এ যাবত সমুদ্র তলদেশের মাত্র ৩০ ভাগ বিস্ময় আবিষ্কৃত হয়েছে।
সমুদ্রের বিস্ময়কর জগৎ সম্পর্কে কিছুটা আলোকপাত করার জন্য আমার এ প্রয়াস। বইটি রচনার সময় শিশু-কিশোর পাঠকদের কথা অধিক বিবেচনা করা হয়েছে বিধায় এতে রঙিন ছবি সংযোজিত হয়েছে। বইটি সবার ভাল লাগলে এ জাতীয় আরো কিছু বই করার আশা আছে। প্রকাশনা সংস্থা বইঘর-এর পরিচালক বন্ধুবর সমর ইসলাম, প্রকাশক এস এম আমিনুল ইসলাম, বইটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকা সাকী ও তাকীসহ যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। আবু সাকী মাহবুব
সূ চি প ত্র * মাছদের ডিম পাড়ার বিচিত্র কাহিনী * বৈচিত্র্যময় বৈদ্যুতিক মাছ * ভূত মাছ * টিয়া মাছ * সিংহ মাছ * প্রজাপতি মাছ * অক্টোপাসের আত্মরক্ষা কৌশল * সমুদ্র দেবদূত * সমুদ্র শসা * নিজ হৃদয়ের ডাক্তার * নেকড়ে মাছ * ফ্যাঙ্গটুথ মাছ * অদ্ভুত মাছ * সাপের মতো বিষধর মাছ * সমুদ্রের অ্যানিমনি * স্কুইড * ভয়ঙ্কর এক শিকারী মাছ * হাঁড়ভাঙ্গার চিকিৎসায় সামুদ্রিক কেঁচো * পাখি মাছ * মান্দারিন ফিশ: অতি চমৎকার এক রঙিন মাছ * সামুদ্রিক আরশোলা * কুমিরের ডিম ফুটে বাচ্চা বের হওয়ার মজার ঘটনা * আজব মাছ বাওক বাইম * এঞ্জেল ফিশ * ভয়ঙ্কর বিষাক্ত চারটি সামুদ্রিক প্রাণী * বক্স জেলিফিশ * প্রস্তর মাছ * পাফার ফিশ * সামুদ্রিক সাপ * হাঙ্গর প্রসঙ্গ * সমুদ্রের ডাস্টবিন টাইগার শার্ক * দ্রুতগতির হাঙ্গর শর্টফিন ম্যাকাও * সবচেয়ে বিপজ্জনক হাঙ্গর * নাম তার জেলিফিশ * মুন জেলিফিশ * বক্স জেলিফিশ * অ্যাকুয়েরা ভিক্টোরিয়া * ফ্লাওয়ার হ্যাট জেলিফিশ * বাথিকোরাস বউলোনি * কোস্টারিকান জেলিফিশ * ফুট লং টেন্টাকেলস জেলিফিশ * রোপিলেমা এস্কুলেন্টাম * অমর জেলিফিশ * বিগ রেড জেলিফিশ * মজার প্রাণী ডলফিন * কিভাবে ডলফিন শ্বাস নেয় * শরীরিক গঠন * আবাস ও প্রজাতি * ডলফিন কী খায় * ডলফিনের আওয়াজ * ডলফিনরা আসলে কতটা বুদ্ধিমান * স্মরণশক্তিতে সেরা ডলফিন * দৃষ্টিশক্তি * জীবন-যাপন * শেষ কথা * তিমিদের কথা * তিমি * তিমির বাচ্চা * তিমির দুধ * তিমির খাদ্য ক্রিল * তিমির গান * তীরের মতোই সোজা পথে চলে তিমি * মিদের পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা * প্রাচীনকালের তিমি শিকার * সমুদ্রের বর্ণিল জগতে আরো এক হাজার নতুন প্রাণী * সাগরের তলে যাবে নয়া বাহন এইউভি