BCS Flashlight-বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য একটি যুগান্তকারী সফটওয়্যার। এটি তৈরি করতে আমরা পরীক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনের কথা বিবেচনায় রেখেছি। এক নজরে দেখে নিন কি আছে এই সফটওয়্যারে।
1. Reading section: এখানে বিষয়ভিত্তিক ভাবে ৮০০ আর্টিকেল সাজানো আছে। যে বিষয়ে আপনি পড়তে চান তা নির্বাচন করুন। আপনি দেখতে পাবেন যে আপনার নির্বাচিত বিষয়ের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা এসেছে। আরে স্ক্রীন এর ডান পাশে নির্বাচিত বিষয়ের আর্টিকেল গুলো দেখা যাচ্ছে। আপনার প্রয়োজনীয় আর্টিকেল নিরবাচন করলে তা স্ক্রীন এ চলে আসবে। বড় আর্টিকেলগুলো আপনার পড়ার সুবিধার্থে subtopic এ ভাগ করা আছে।
2. Practice Test section: এখানে ৩ ধরনের পরিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। পরিক্ষাগুলো হলঃ
বিষয়ভিত্তিক পরীক্ষা মডিউলঃ এখানে ১০ টি বিষয়ের যে কোন একটি বিষয়ে প্রস্তুতি নেওয়ার পর, প্রস্তুতি কেমন হয়েছে তা যাচাই করতে পারবেন। ১০ টি বষয়েই রয়েছে নূন্যতম ১০টি এবং সর্বোচ্চ ১০০ টি প্রশ্ন নির্বাচন করে পরীক্ষা দেয়ার সুবিধা।
সময়নির্ভর পরীক্ষা মডিউলঃ আপনার হাতে ১ঘন্টার পরীক্ষাদেওয়ার সময় নেই কিন্তু সব বিষয় মিলিয়েই পরীক্ষা দিতে চাইলে, এখান থেকে ৫, ১০, ১৫, ২০, ২৫ এবং ৩০ মিনিটের পরীক্ষা দিতে পারবেন।
বিগত বছরের প্রশ্নের পরীক্ষা মডিউলঃ যেহেতু বি.সি.এস এ আগের প্রশ্ন থেকে প্রশ্ন আসে,তাই এ মডিউল ব্যবহার করে আপনি বিগত বছরে অনুষ্ঠিত হওয়া ১০ম থেকে ৩৪ম বিসিএস পরীক্ষার প্রশ্নের উপর পরীক্ষা দিতে পারবেন।
3. Model Test section: এটি হল ২ ঘন্টায় ২০০ প্রশ্নের একটিপূর্ণাঙ্গ পরীক্ষা এবং এটি PSC থেকে দেওয়া নতুন প্রশ্নকাঠামো অনুযায়ী তৈরি।এখানে ১২,০০০ এর ও বেশী মডেল টেস্ট রয়েছে।
4. Multimedia section: এ অংশে কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গে ভিডিও দেয়া হয়েছে। এ ভিডিওগুলির বৈশিষ্ট্য হল, এখানে কঠিন বিষয় খুব সহজ ও সাবলীল ভাবে আলোচনা করা হয়েচে, যা অপেক্ষাকৃত কঠিন বিষয়গুলি বোঝার ও মনে রাখার জন্য বিশেষভাবে সাহায্য করবে।
5. Short Techniques section: এ অংশে কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গে সংখিপ্ত নোট দেয়া হয়েছে। এ নোটগুলির বৈশিষ্ট্য হল, এখানে কঠিন বিষয় খুব সহজ ও সাবলীল ভাবে আলোচনা করা হয়েচে, যা অপেক্ষাকৃত কঠিন বিষয়গুলি বোঝার ও মনে রাখার জন্য বিশেষভাবে সাহায্য করবে।
6. Analysis section: এ অংশ ‘মডেল টেস্ট’ পরীক্ষার ফলাফলকে বিষয়ভিত্তিক বিশ্লেষণ (subject analysis) করে আপনাকে বুঝতে সাহায্য করবে আপনার অবস্থান, দক্ষতা ও দূর্বলতা সম্পর্কে। বিষয়ভিত্তিক বিশ্লেষণ থেকে আপনি জানতে পারবেন কোন বিষয়ে (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণবিজ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, গানিতিক যুক্তি, মানসিক দক্ষতা,ভুগোল জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, সুশাসন, নাগরিক্তা ও নৈতিকতা ) আপনি কতটুকু প্রস্তুতি অর্জন করছেন। এই অংশ আপনাকে প্রস্তুতি গ্রহণের জন্য বিশেষ সাহায্য করবে।
আমাদের দৃঢ় বিশ্বাস, একজন বি.সি.এস অফিসার হওয়ার লক্ষে BCS Flashlight আপনাকে এক ধাপ সামনে নিয়ে যাবে।
FAQ প্রঃ যারা ৩৫তম বিসিএস এর CD ক্রয় করেছে, তারা কি ফ্রী ৩৬ তম'র আপডেট পাবে?
উঃ না।
প্রঃ এটি কি মোবাইলে ব্যবহার করা যাবে?
উঃ না। এটি সুধু windows pc এর জন্য।
প্রঃ সফত্বইন্টারনেট থাকা লাগবে?
প্রঃ একটি CD কি একাধিক কম্পিউটার এ ব্যবহার করা যাবে?
উঃ না। এক PC এক CD.
প্রঃ এটি ব্যবহারে কি ইন্টারনেট প্রয়োজন?
উঃ না।
প্রঃ এটি ব্যবহারের জন্য কি সব সময় CD রম এ CD থাকা লাগবে?
উঃ না।
প্রঃ কোন video বা demo দেখা যাবে?
উঃ হ্যা, এই ঠিকানায়ঃ
>>bcsflashlight.com