এ গ্রন্থের মধ্যে স্থান পেয়েছে আওয়ামী লীগ ও তার। রাজনীতির উপর লেখা নানা প্রবন্ধ, বিএনপির রাজনীতি। নিয়ে লেখা অনেক প্রবন্ধ, মৌলবাদ উত্থানের প্রসঙ্গ, বাংলাদেশ ও বাংলা বিরােধী নানা চক্রান্ত সম্পর্তিক প্রবন্ধ। অন্যদিকে নােবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংককে নিয়েও নানা প্রবন্ধ স্থান পেয়েছে। এই প্রবন্ধগুলাের মধ্যে বিএনপি ও বিএনপির রাজনীতি। নিয়ে আমার ব্যক্তিগত নানা প্রশ্ন ও মূল্যায়ন স্থান। পেয়েছে। বিশেষ করে মৌলবাদী জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক সখ্যতার বিষয়টি উঠে এসেছে। বিএনপি’র বিভিন্ন স্তরের বিশেষ করে প্রয়াত বন্ধু আব্দুল মান্নান ভূঁইয়া কখন, কিভাবে, বিএনপি'র কোন সভায়। জামায়াতে ইসলামীর সঙ্গে নিবীড় রাজনৈতিক সম্পর্ক। গড়ে তােলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল সে বিষয়ে কোন। ধারণা দিতে পারেন নি। তারা আমাকে বলেছেন এ। সিদ্ধান্ত একান্তভাবে বেগম খালেদা জিয়া এবং আলী আহসান আল মুজাহিদের মধ্যে খুবই ব্যক্তিগত পর্যায়ে। গৃহীত হয়েছে। অন্য কেউই এ সম্পর্কে অবহিত ছিলেন। । একটি মধ্যপন্থী দল কিভাবে দ্রুত দক্ষিণ দিকে। ঝুঁকে গেল তার বিশ্লেষণও রয়েছে এতে।। আওয়ামী লীগ সম্পর্কিত লেখা প্রবন্ধগুলােতে আওয়ামী লীগ ও “ভেজাল আওয়ামী লীগ, ভেজাল ছাত্র লীগ, “ভেজাল যুব লীগ” এবং তাদের নানা কার্যকলাপের। বিষয়ও স্থান পেয়েছে। বাংলাদেশের বাম আন্দোলন সম্পর্কিত বিষয় নানা। প্রবন্ধে স্থান পেয়েছে এবং কমিউনিস্ট বামেদের। রাজনৈতিক বিভ্রান্তির বিষয় বিশেষ করে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তাদের। সাথে বৃহৎ ঐক্য গড়ে তােলার ব্যর্থতার কথাও উঠে। এসেছে। ২০০১ এ জামায়াত-বিএনপি নির্বাচনে জয় লাভ করার। পর পর হিন্দুদের উপর যে গজব নেমে আসে সে বিষয়ও একাধিক প্রবন্ধে বিবৃত হয়েছে।