ফ্ল্যাপে লেখা কিছু কথা বেকারত্ব ও দরিদ্রতা বাংলাদেশের বর্তমান প্রজন্মের নিকট অতি পরিচিত শব্দ। এ দুটি শব্দ বর্তমান প্রজন্মকে ব্যাপকভাবে ভোগাচ্ছে । বর্তমান প্রজন্ম যদি বেকারত্ব ও দরিদ্রতার করালগ্রাস থেকে মুক্ত না পায় তাহলে তাদের এবং তাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত । কারণ বর্তমান প্রজন্মের মাঝে ভবিষ্যৎ প্রজন্মের আশা-আকাঙ্খা নিহিত। বেকারত্ব এবং বেকারত্ব থেকে সৃষ্ট দারিদ্রতার বর্তমান প্রজন্মকে হতাশা ও ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত করছে। এই বইটিতে যা বর্ণনা করা হয়েছে তার প্রত্যেকটি বিষয়ের সাথে বাংলাদেশের মানুষ অতি পরিচিত। কারণ এগুলো তাদের জীবনের বিষয়বস্তু।
বেকারত্ব ও দরিদ্রতা নিয়ে লেখালেখি ও গবেষণার মাধ্যমে আমি আমার নিজের সত্তাকে সন্তুষ্ট করতে চেষ্টা করছি। আমিযে পরিস্থিতির মুখোমুখি হচ্ছি এদেশের বৃহত্তর বেকার জনগোষ্ঠীর ভেতরেও সে আমি বাস করে। তাই আমার এ কাজ আমার আমিত্বের মাঝে সীমাবদ্ধ নয়। আমি শুধু বেকার ও দরিদ্র জনগোষ্ঠীর মুখপত্র হয়ে তাদের ভেতরে জমানো চাপা ভাষাগুলো বর্ণনা করছি। কারণ তাদের চিন্তা আমার চিন্তা তাদের ইচ্ছা, আমার ইচ্ছ, তাদের চেতনা, আমার চেতনা, তাদের দুঃখ আমার দুঃখ, তাদের কথা আমার কথা, তাদের চাওয়া আমার চাওয়া, তাদের পাওয়া আমার পাওয়া, তাদের হতাশা আমার হতাশা, তাদের উত্থান আমার উত্থান।
মোট কথা তাদের জীবনচিত্র এবং সমাজচিত্র আমার বইয়ের মূল উপজীব্য। তাই বৃহত্তর বেকার জনগোষ্ঠীর ভেতরে জমানো চাপা ভাষা ও চিন্তা চেতনা কষ্টগুলো আমাদের প্রত্যেকের জানা-একান্ত কাম্য। বৃহত্তর বেকার জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষা আপনাকে জানানোর জন্য আমার এ প্রচেষ্টা।