সম্পাদকীয় প্রিয় পাঠক, বহু বইয়ের ভিড়ে আমাদের বইটি হাতে তুলে নিয়েছেন তাই প্রথমে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। কথায় আছে, 'লেখক লেখেন তাঁর ধ্যানে এবং পাঠক পড়েন তাঁর জ্ঞানে।' যুগে যুগে সেরা সাহিত্যিকগণ সর্বদা চেষ্টা করেছেন তাঁদের লেখায় গভীর জীবনবোধকে তুলে ধরতে, সমাজের দূর্ভাগ্যজনক ঘটনা, পল্লী ও নাগরিক চালচিত্র ফুটিয়ে তুলে পাঠক তথা সমাজের সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দিতে। বর্তমানে সময়ে ফেসবুক তথা অনলাইন হচ্ছে সামাজিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম আর এই অনলাইনে আছে অসংখ্য লেখক ও অগুণিত পাঠক। এই অসংখ্য লেখকের মিলনমেলা থেকে সেরা লেখকদের সেরা লেখাটিকে নিয়ে সাজানো হয়েছে আমাদের এই ''প্রতিসরণ'-বইটি, যাঁদের সবাই অনলাইনের পরিচিত ও পরীক্ষিত নাম। ২০১৪-এর মহান একুশে বইমেলায় বিদ্যানন্দের উদ্যোগে প্রকাশিত হয়েছিল 'শব্দভুক' ও 'মেঘক্রান্তি' নামে দুটি বই যা এবারে মতো অনলাইনের সেরা লেখকদের নিয়ে সাজানো হয়েছিলো। ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের বইয়ের যাবতীয় আয়ের অর্থ প্রায় তিনশ’র অধিক অসহায় শিশুর শিক্ষা, খেলাধুলাসহ যাবতীয় খরচ বহনের জন্য ব্যয় করা হবে। যার জন্য সকলের প্রিয় অনলাইনের উদীয়মান তরুণ লেখকরা তাঁদের কলম ধরেছেন! বইয়ের প্রতিটি পরতে পরতে আছে যেমন প্রেম-বিরহ, তেমনি আছে রহস্য আর থ্রিলিং। কথা দিচ্ছি প্রিয় পাঠক বইয়ের প্রতিটি শব্দে আপনি খুঁজে পাবেন জীবনবোধের ইতিকথা! প্রিয় পাঠক, বিদ্যানন্দের এই প্রচেষ্টা সফল করতে প্রয়োজন আপনাদের সকলের দোয়া, ভালবাসা ও সমর্থন! সাফল্যটুকু সব অনাথ বাচ্চাগুলো এবং আপনাদের জন্য আর ব্যর্থতার দায়ভারটুকু আমাদের! -সালু আলমগীর সম্পাদক।
রাসয়াত রহমান হচ্ছে ভাল নাম, ডাক নাম জিকো। জন্মস্থানর ঢাকা শহরে বেইলিরোডে। প্রথম স্কুল-বেইলি প্রিপারেটরী স্কুল । ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল । কলেজ ছিল ঢাকা কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান থেকে মাস্টার্স করে একই বিশ্ববিদ্যালয়ে ফিনান্স থেকে এমবিএ (ইভিনিং) করেছেন। ব্যাংক কর্মকর্তা হিসেবে চাকরী শুরু করেছেন ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি। মা-বাবা দুজনেই গত হয়েছেন। স্ত্রী মাকসুদা আজীজ ও একমাত্র সন্তান অর্হ অপরাজিতা রাসয়াতকে নিয়েই তার পরিবার । মানুষ হিসেবে তিনি কখনো খুব গম্ভীর কখনো খুবই মজার