ভূমিকা আমার দ্বিতীয় বইটি (আউটসোর্সিং ২ : কাজ শিখবেন যেভাবে-) >> http://www.rokomari.com/book/76309 ) ছিল আউটসোর্সিং কাজ শেখার উপর। বইটিতে কাজ শেখার জন্য ইউটিউবের অনেকগুলো ভিডিওর লিংক দেয়া ছিল। বইটি পড়ে অনেক পাঠক (বিশেষ করে যারা গ্রামে থাকে এবং মোবাইল কোম্পানির ইন্টারনেট ব্যবহার করে) অনুরোধ করেছে ভিডিওগুলো ডিভিডি আকারে বের করার জন্য। কারন তাদের ইন্টারনেট অনেক স্লো হওয়ায় তারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখতে পারছে না। ভিডিওগুলো বড় বড় এবং অনেক হওয়ায় তারা ডাউনলোডও করতে পারছে না। কারন মোবাইল কোম্পানির লিমিটেড ইন্টারনেট ব্যবহার করার কারনে ডাউনলোড করতে গেলে তাদের সব ইন্টারনেট শেষ হয়ে যায়।
তাদের কথা চিন্তা করেই এই ডিভিডিটি বের করেছি। এই ডিভিডিতে ৩টি সিলভার ডিস্কে ১৩ জিবি ভিডিও আছে। প্রায় সবগুলো ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করা। অল্প কয়েকটি আমি নিজে করেছি। সবগুলো মিলে ওয়েব ডেভেলপমেন্ট শেখার সুন্দর একটি ডেমো তৈরি করেছি। ভিডিওগুলো দেখে দেখে ফুলটাইম প্র্যাকটিস করলে দুই মাসেই ওয়েব ডেভেলপমেন্ট (ওয়ার্ডপ্রেস) শিখতে পারবেন আর পার্টটাইম প্র্যাকটিস করলে তিন মাসে শিথতে পারবেন। - মো. আমিনুর রহমান
Index ===================== 01. Wordpress Install 02. Wordpress Dashboard 03. Blog Site 04. Responsive site 05. Actor site 06. Business site 07. Membership site 08. Photography site 09. Website tools 10. Portfolio site 11. Wedding site 12. Another business site 13. Wordpress Database 14. Wordpress Hosting Transfer 15. Photoshop 16. Upwork elance 17. Restaurant site 18. Beautiful Website 19. Company Website 20. Woocommerce Jewllery site 21. Woocommerce Cloth site 22. Woocommerce T-shirt site 23. Woocommerce Yoga site 24. Genesis Framework Business site 25. Genesis Framework Megazine site 26. Comming soon page 27. Wordpress Backup 28. Wordpress Speed Up 29. Wordpress Security 30. Wordpress SEO 31. HTML, CSS 32. HTML to Responsive
Title
আউটসোর্সিং কাজ শেখার ডিভিডি -(ওয়েব ডেভেলপমেন্ট-ওয়ার্ডপ্রেস)
পেশায় ফ্রিল্যান্স ওয়েব প্রোগ্রামার মো. আমিনুর রহমান একজন প্রযুক্তিবিষয়ক লেখক। বাংলায় আউটসোর্সিং বিষয়ে সেরা বইগুলোর অন্যতম দুটিই তাঁর লেখা, যেগুলো তরুণ ও প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যপক সাড়া ফেলেছে ইতোমধ্যেই। সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে পড়াশোনা করেছেন মো. আমিনুর রহমান। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়ার সময়েই লেখালেখি শুরু করেন প্রথম আলোর ‘কম্পিউটার প্রতিদিন’ বিভাগে, যা আজও চালিয়ে যাচ্ছেন। ডক্টর প্রেসক্রিপশন নামে ডাক্তারদের জন্য একটি সফটওয়্যার তৈরি করে তাক লাগিয়ে দেন তৃতীয় বর্ষে পড়ার সময়। এ নিয়ে ১৮-০৭-২০০৮ তারিখ দৈনিক প্রথম আলোর প্রজন্ম ডটকমে এবং ২১-০৭-২০০৮ তারিখ দৈনিক ইনকিলাবে প্রকাশিত হয় প্রতিবেদন। তাঁর তৈরি এই সফটওয়্যার আজও ব্যবহার করেন অনেক ডাক্তার। তাঁর উদ্ভাবনের পোকারা তখনই থেমে যায়নি। চতুর্থ বর্ষে পড়ার সময়ে এসে আবার তৈরি করেন এসএমএস দিয়ে টিকেট কাটার সফ্টওয়্যার। ২৩-১০-২০০৯ তারিখ প্রথম আলোর প্রজন্ম ডটকমে সেটি নিয়েও প্রতিবেদন প্রকাশিত হয়। তার কয়েক মাস পরই মোবাইল কোম্পানিগুলো এই ধরনের একটি সফ্টওয়্যার তৈরি করে ট্রেনের টিকেট কাটার জন্য ব্যবহার করা শুরু করে। অনেকটা শখের বসেই লেখালেখি করেন পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও আউটসোর্সের সাথে যুক্ত আমিনুর রহমান। মো. আমিনুর রহমান এর বই সমূহ-তে আউটসোর্সিং এর দিকনির্দেশনার পাশাপাশি যুক্ত হয়েছে সফল ফ্রিল্যান্সারদের অনুপ্রেরণাদায়ক সব গল্পও। ২০১২ সালের শুরুতে ‘আউটসোর্সিং: শুরুটা যেভাবে’ শিরোনামে লেখকের বেশ কিছু লেখা প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন বিভাগে ধারাবাহিকভাবে ছাপা হয়েছিল। পাঠকদের ব্যাপক সাড়া ও অনুরোধে পরবর্তী বছরেই প্রকাশিত হয় মো. আমিনুর রহমান এর বই ‘আউটসোর্সিং: শুরুটা যেভাবে ও শুরু করার পর’। তারই সাফল্যের ধারাবাহিকতায় ২০১৪ সালের বইমেলায় আসে তাঁর আউটসোর্সিং বিষয়ক সচিত্র ও দ্বিতীয় বই ‘আউটসোর্সিং ২ : কাজ শিখবেন যেভাবে’। মো. আমিনুর রহমান এর বই সমগ্র নতুন প্রজন্মের আউটসোর্সারদের জন্য অনুপ্রেরণা ও গাইডলাইন হিসেবে কাজ করছে।