First Things First is a self-help book written by the renowned author Stephen R. Covey. It is a guide for those who wish to master the art of time management. It teaches the reader how to balance their life. The traditional time management tricks preach that one needs to work hard, be smart and fast to achieve better things in life. This leads to the control of life and an increased control leads to the path of peace. However, this book presents an alternate route to fulfillment in life. It focuses on the importance of relationships and results instead of time and things. It asserts the importance of prioritizing and the realization of “first things” that need to be taken care of first. Considered as the first breakthrough in time management, this book suggests certain effective habits for a better and improved control over life. The author takes insights from his previously published book The 7 Habits of Highly Effective People and discusses how one needs to handle the day-to-day obstacles in both personal and professional life. The readers are given a principle-centered approach for better time management skills. It defines the priorities for the reader and informs what are the most important things in life. Moreover, it instructs how to achieve the worthwhile goals and live a rich and balanced life.
Stephen R. Covey, born on October 24, 1932, is famously known as a motivational speaker and author of various self-help books. Other popular books written by him are The 7 Habits Of Highly Effective People, The 3rd Alternative: Solving Life's Most Difficult Problems, The 8th Habit, and The Leader in Me. He pioneered in the self-help genre with an aim to help readers realize their potentials and become more productive and content in their lives. He completed his MBA from Harvard University and got a Doctor of Religious Education (DRE) from Brigham Young University. Millions of copies of his books have been sold, and people all across the globe have been influenced by his thoughts, principles, and books.
স্টিফেন আর. কোভি এর পূর্ণ নাম স্টিফেন রিচার্ডস কোভি। তিনি জন্ম নিয়েছিলেন ১৯৩২ সালের ২৪শে অক্টোবর। জন্মগতভাবে তিনি একজন আমেরিকান। তিনি একাধারে একজন শিক্ষক, লেখক, বক্তা ও ব্যবসায়ী ছিলেন। তাঁর বক্তব্যগুলো মূলত অনুপ্রেরণাদায়ী, যাকে আমরা বর্তমানে ‘মোটিভেশনাল স্পিচ’ নামেই বেশি চিনি। স্টিফেন আর কোভি এর বই সমূহ হচ্ছে ফার্স্ট থিংস ফার্স্ট, দ্য লিডার ইন মি, দ্য এইটথ হ্যাবিট, প্রিন্সিপ্যাল-সেন্টার্ড লিডারশিপ, দ্য থার্ড অল্টারনেটিভ ইত্যাদি। তাঁর প্রথম বই ছিল স্পিরিচুয়াল রুটস অফ হিউম্যান রিলেশনস (১৯৭০)। এটি ডেসেরেট বুক কোম্পানি থেকে প্রকাশ পায়। তাঁর পরবর্তী লেখাগুলোর পূর্বাভাস হিসেবে এই বইটিকে ধরা যায়। স্টিফেন আর. কোভি এর অনুবাদ বইগুলোর মাধ্যমে তাঁর অনুপ্রেরণাদায়ী বক্তব্য বিশ্বজোড়া মানুষের মধ্যে পৌঁছে যাচ্ছে। বাংলা ভাষাতেও তাঁর বই অনূদিত হয়েছে। তাঁর সবচেয়ে জনপ্রিয় বই হলো ‘দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল’। স্টিফেন আর. কোভি এর বই সমগ্র বিশ্বজুড়ে বিখ্যাত, কারণ তিনি তাঁর লেখার মধ্য দিয়ে মানুষকে অনুপ্রেরণার ছোঁয়া দিতে পেরেছেন। ১৯৯৬ সালের টাইমস ম্যাগাজিন বিশ্বের ২৫ জন সর্বাধিক প্রভাবশালী ব্যক্তির মধ্যে তাঁকে রাখে। ২০০৮ সালে তিনি স্টিফেন কোভি অনলাইন সম্প্রদায় গড়ে তোলেন। ২০১২ সালের ১৬ জুলাই কোভি পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যুর সময়ে তিনি উটাহ স্টেট বিশ্ববিদ্যালয়ে জন এম. হান্টসম্যান স্কুল অফ বিজনেসের অধ্যাপক ছিলেন। তাঁর পড়াশোনাও ব্যবসায় অনুষদের সাথে সম্পৃক্ত ছিল। তবে একটা সময় আমেরিকান সেলফ হেল্প বইগুলো পড়ে তাঁর মাথায় চিন্তা আসে যে, এভাবে তিনি অনেককেই হয়তো অনুপ্রাণিত করতে পারবেন। তিনি পিটার ড্রাকার ও কার্ল রজার্সের দ্বারা মনস্তাত্ত্বিকভাবে অনেকটা প্রভাবিত ছিলেন।