সমগ্র আরব দুনিয়ার কতিায় আদোনিস (আলি আহমেদ সাইদ) এক ভিন্নমাত্রিক নাম। বলা হয়ে থাকে, আরবী কবিতার আধুনিকতা আর আদোনিস সমার্থক। তার কবিতায় রসগ্রাহী পাঠকমাত্রেই সন্ধান পাবেন প্রাতিস্বিকতার। নতুনতর স্বাদ আর আস্বাদনে মাখা এইসব কবিতা বিশ্বসাহিত্যের অমূল্য সম্পদ। ১৯৩০ সালে জš§ নেওয়া এই সিরিয়-লেবানিজ কবি, ১৯৭০-১৯৮৫ সময়কালে লেবানন বিশ্ববিদ্যালয়ে আরবী সাহিত্যের শিক্ষক হিসেবে পাঠদান করেছেন। আন্তর্জাতিকভাবে বহুল পঠিত ২০টিরও অধিক গ্রন্থের জনক তিনি। আদোনিস তার কবিতায় সম্প্রচার করেছেন তার ধর্মীয়-সামাজিক ও রাজনৈতিক বিশ্বাস-অবিশ্বাস। সাম্রাজ্যবাদ তথা আধিপত্যবাদ এবং ধর্মীয় গোঁড়ামীর মত দুই পরাশক্তির অপতৎপরতার বিরুদ্ধেই মূলত সোচ্চার তার কবিতার শব্দাবলী। পরপর তিনবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি। তার এই বহুমাত্রিক-ব্যঞ্জনার কবিতাবলী বাঙালি পাঠকদের জন্য বাঙলায়ন ও গ্রন্থবদ্ধ করেছেন, বাংলাদেশেরই মেধাবী কবিতাকণ্ঠ রহমান হেনরী। যদিও, গ্রন্থভুক্ত কবিতাগুলোই যে, আদোনিসের সর্বাধিক প্রতিনিধিত্বমূলক কবিতা, সে কথা নয়; তবু বর্তমান গ্রন্থটি আদোনিসের কবিতদার অনির্বচনীয় আস্বাদন দিতে পারে মনোযোগী পাঠককে। অধিকাংশ ক্ষেত্রেই কবিতাগুলো ইংরেজি অনুবাদ থেকে বাঙলায়ন করা। যে সব ক্ষেত্রে পাঠ-সংশয় দেখা দিয়েছে, সামঞ্জস্য বিধানের স্বার্থে মূল আরবী মিলিয়েই বাঙলায়ন করা হয়েছে। ইংরেজি অনুবাদে প্রধানত, স্যামুয়েল হাজো, আব্দুল্লাহ আল-উধারি, কামাল আবু দাইয়িব ও ক্যাথেরিন কোভামের প্রতি ভরসা রাখা হয়েছে। আশা করা বাহুল্য হবে না যে, বাঙলায়নে যথাসম্ভব মূল কবিতার ভাব-রসায়ন পারতপক্ষে অক্ষুন্ন আছে এবং গুনবিচারী পাঠকবর্গের কাছে সমাদরনীয় হবে এই গ্রন্থটি।
জন্ম : ১৪ জানুয়ারি ১৯৭০ শিক্ষা : একযুগ বাল্যগুরু মৌলানা তছলিম উদ্দিন আকন্দ-র ভাবজগতে বিচরণ; প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ১৮ বছরের শিক্ষাজীবনে মােট ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন শেষে জীবনের পাঠশালায় নিরলস পাঠরত ... পেশা : বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫শ ব্যাচের সদস্য, বর্তমানে- সিনিয়র সহকারী সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। অন্যান্য কবিতাগ্রন্থ : বনভােজনের মতাে অন্ধকার, বিষাদের চন্দ্রবন, প্রকৃত সারস উড়ে যায়, আদি ও আসল ছহি ভেদকথা, গীতঅনার্য, অন্ধকারবেলা, সার্কাসমুখরিত গ্রাম, খুনঝরা নদী, তােমাকে বাসনা করি, গােত্রভূমিকাহীন, ত্রাণসুন্দরী, শ্রেষ্ঠ কবিতা, দুঃখ ও আরও কিছু আনন্দ এবং প্রণয়-সম্ভার রহমান হেনরীর