বাংলা একটি প্রাচীনতম জনপদ, বাঙালি একটি সুপ্রাচীন জাতি। প্রাগৈতিহাসিককাল থেকে আবহাওয়া, জলবায়ু, ভূ-প্রকৃতি এবং চিরায়ত নৃতত্ত্ব বাঙালিকে পৃথিবীর অন্যান্য জাতিগোষ্ঠী থেকে আলাদা সংস্কৃতির অধিকারী করেছে। বাঙালির গঠন, জীবনাচার, ঐতিহ্য, মূল্যবোধ, আবেগ, নিষ্ঠুরতা, প্রেম ইত্যাদি বাঙালিকে ভিন্ন পরিচয়ের ব্যঞ্জনায় সমৃদ্ধ করেছে। উদার প্রকৃতি, নিস্তরঙ্গ ফসলের মাঠ, নির্মল বাতাস আর খোলা আকাশ বাঙালিকে যেমন উদার ও মহান করেছে, তেমনি প্রাকৃতিক বিপর্যয়, বৈরী পরিবেশ, দারিদ্র্য ও শোষকের সঙ্গে সংগ্রাম বাঙালির সংগ্রামী ও নিষ্ঠুর আঙ্গিক গঠনেও অবদান রেখেছে। প্রকৃতিই বাঙালির প্রেম ও অপ্রেমের উৎস। বাঙালির দর্শনেও এর প্রভাব সুস্পষ্ট। পৃথিবীর আর কোনো দেশের দর্শনে এভাবে প্রেম ও প্রকৃতির অবাধ প্রবেশাধিকার কিংবা একাধিপত্য লক্ষ করা যায় না, যেমন প্রত্যক্ষ করা যায় বাঙালির দর্শনে। বাঙালির দর্শন, বাঙালির দার্শনিক ঐতিহ্য, আবহমান বাংলার পথে-প্রান্তরে বিস্তৃত দার্শনিকতা, বাঙালি বিজ্ঞজনের জীবন চিন্তা ও জগৎ দর্শন বাঙালির দর্শনের মূল উপজীব্য ও প্রধান আলোচনা। এর গতি-প্রকৃতি ও স্বরূপ অন্বেষণ বাঙালির অস্তিত্ব ও উদ্ভবের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। যে কারণে বাঙালির দর্শন অনেক বাঙালি জাতির দার্শনিক ইতিহাস। বাঙালির সমন্বয়বাদী অসাম্প্রদায়িক চরিত্রের জন্যই এ জাতির দর্শনেও সমন্বয়বাদিতা লক্ষ করা যায়। বাঙালির দর্শন : প্রাচীন ও মধ্যযুগ শীর্ষক গ্রন্থে বাঙালি জাতির দর্শনের চিরায়ত ঐতিহ্য বিমূর্ত করার চেষ্টা করা হয়েছে। এ ক্ষেত্রে তত্ত্ববিশ্লেষণ বা তথ্য উপস্থাপনে কোনো ত্রুটি রয়ে যাওয়া স্বাভাবিক। এ বিষয়ে বিজ্ঞজনের দৃষ্টি আকর্ষণ করছি। আর যাঁদের গবেষণা ও লেখার সহযোগিতা এ গ্রন্থ রচনা ও সম্পাদনার গ্রহণ করা হয়েছে, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শনের শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক এবং আগ্রহী পাঠকদের জন্য এ গ্রন্থ। বাঙালির দর্শনের প্রাচীন ও মধ্যযুগ সম্পর্কে এ গ্রন্থ কিছুটা ধারণা তৈরিতে সহায়ক হলে শ্রমকে সার্থক মনে করব । পরম করুণাময় তাঁর অশেষ করুণাধারায় সবার জীবন সিক্ত করুন।