পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম। মানবজীবনের সব শাখায় এবং সব ধারায় ইসলামের শেখানো বিধান এবং আদর্শ চিরশ্রেষ্ঠ। যুগের আবর্তন কিংবা স্থান ও পাত্রের পরিবর্তন ইসলামের পূর্ণতাকে কোনোদিন অসম্পূর্ণ প্রমাণ করতে পারেনি। ইসলাম তাই জগতবাসীর জন্য চিরকালের সুন্দর ও সার্বজনীন একটি জীবনবিধান।
আজ বিশ্বময় ইসলাম সম্পর্কে যে অজ্ঞতা, কুসংস্কার, বাড়াবাড়ি কিংবা ছাড়াছাড়ির প্রবণতা, এর মূলে রয়েছে ইসলাম সম্পর্কে আমাদের প্রকৃত জানাশোনার অভাব। আমরা মুসলমান দাবি করে যা করছি তা আদৌ ইসলামের পূর্ণ রূপ কি-না, সেটি ভেবে দেখারও প্রয়োজনীয়তা অনুভব করি না। অন্যের কাছ থেকে শোনা কিংবা অন্যদের দেখা অথবা নিজের স্বার্থ ও সুবিধামতো মনগড়া যে জীবনপদ্ধতি আমরা লালন করি, অনেকক্ষেত্রে এটাই ইসলাম বলে আমরা দাবি করি।
ব্যক্তি, পরিবার, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের এমন কিছু বিষয় নিয়ে সাদামাটা দৃষ্টিতে সাধারণ ভাষায় ইসলামের নির্দেশনা এবং সে আলোকে আমাদের বর্তমান অবস্থান তুলে ধরে এই বইটি লেখা। এতে স্থান পাওয়া প্রবন্ধগুলোর বেশকিছু বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং নানা অনলাইনমাধ্যমে প্রকাশিত হয়েছে। এবস প্রকাশিত হয়েছে। এসব প্রকাশিত প্রবন্ধ সম্পর্কে পাঠকদের বিপুল সাড়া এবং সমর্থন আমাকে মলাটবদ্ধ বই হিসেবে সেসব প্রকাশে সাহস যুগিয়েছে। ইসলাম সম্পর্কে আমার নিজস্ব পড়াশোনা এবং শেখা ও অনুভব থেকেই এ প্রবন্ধসমগ্রের অবয়ব নির্মিত হয়েছে।
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষক হিসেবে তুলনামূলক ধর্মতত্ত্বে অধ্যয়নরত। এর আগে তিনি কাতারে কাতার বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে স্নাতক ও ২০১৯ সালে কাতার ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হামাদ বিন খলিফা ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি মাস্টার্স সমাপ্ত করেন। বাংলাদেশে ২০০৮ সালে তিনি জামেয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ থেকে তাকমিল এবং ২০০৯ সালে ইফতা সমাপ্ত করেন। কর্মজীবনে ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি কাতারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মানবাধিকার অফিসে গণমাধ্যম গবেষক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৪ সাল থেকে তিনি প্রথম আলোর কাতার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৭ সাল থেকে তিনি ঢাকায় প্রকাশিত ছোটকাগজ 'নবধ্বনি' সম্পাদনার সাথে যুক্ত। ২০১৪ সালে 'নবপ্রকাশ'-এর প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি এই প্রকাশনীর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এসবের বাইরে গালফ বাংলা ডটকম, গালফ ট্রিক ডটকম, ফ্রেশজবসনাও ডটকমসহ কয়েকটি ওয়েবপোর্টালের তিনি সম্পাদক ও প্রকাশক। তাঁর লেখা ও অনূদিত বইয়ের সংখ্যা ৫টি।