মানুষের নাম একটি বিচিত্র বিষয়। নাম রাখার ক্ষেত্রে ভাষা, সংস্কৃতি ও ধর্মের প্রভাব থাকে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, এক একটি নাম কোন না কোনভাবে যেশ অর্থবহ। আবার এমন এমন নামও মানুষ রাখে যার কোন অর্থ কিংবা ভাল অর্থ নেই। বড় হয়ে মানুষ যেমন নিজের নামটির অর্থ জানতে চায়, তেমনি প্রচলিত ও প্রসিদ্ধ নামসমূহের অর্থও মানুষ খুঁজে বেড়ায়। আবার আপন কোন শিশু সন্তানের জন্য শ্রুতিমধুর ও অর্থবহ একটি নামের জন্য মানুষ উদগ্রীব হয়। এক্ষেত্রে এমন একটি নামও মানুষ রাখতে চায়, যা এ পর্যন্ত কেউ রাখেনি বা সচরাচর শোনা যায় না। এ ধরনের বিরল ও অশ্রুতপূর্ব নাম রাখতে গিয়ে পিতামাতা ও আপনজনেরা অনেকসময় নিরর্থক কিংবা শ্রুতিকটু নামও পছন্দ করে বসেন। শেষাংশে আলী, ইসলাম, উদ্দিন, রহমান, হক ইত্যাদি যোগ করে ছেলেদের নাম এবং খাতুন, খানম, নাহার, নেছা, বানু, বেগম ইত্যাদি যোগ করে মেয়েদের নাম রাখার একটি প্রবণতা বেশ ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। কিন্তু এরূপ নামের কোন কোনটির তেমন তাৎপর্য খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে 'দিবস' অর্থসম্বলিত 'নাহার' শব্দটি যোগ করে মেয়েদের নাম রাখার কোন তাৎপর্য আছে বলে মনে হয় না। কোন কোন ক্ষেত্রে তো এরূপ দু'একটি নাম একেবারেই বেখাপ্পা মনে হয়। যেমন কামারুন্নাহার (দিনের চাঁদ), লাইলুল্লাহার (দিনের রাত) ইত্যাদি। অর্থ জানলে হয়তো এধরনের নাম কেউ রাখতেন না। এ বইতে ছেলেদের ও মেয়েদের নামগুলো দুটো পৃথক অধ্যায়ে বিন্যস্ত করা হয়েছে। খুঁজে পাওয়ার সুবিধার্থে সকল নাম বাংলা বর্ণানুক্রম অনুসারে সাজানো হয়েছে। ভিন্ন ভিন্ন কলামে প্রতিটি নামের ইংরেজী ও আরবী বানান, বাংলায় সঠিক উচ্চারণ, অর্থ ও মূল ভাষা উল্লেখ করা হয়েছে। যারা মূল নামের বাইরে একটি সংক্ষিপ্ত ডাকনাম রাখতে চান তাদের জন্য এ বইতে বেশ কিছু ছোট শব্দ সন্নিবেশিত হয়েছে। সেখান থেকে যে কেউ নিজের পছন্দের শব্দটি কারো ডাকনাম হিসেবে বেছে নিতে পারবেন।