“শিশুদের ছাত্র এপিজে আবদুল কালাম" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম একজন কালজয়ী বিজ্ঞানী, ভারতের সর্বাধিক জনপ্রিয় রাষ্ট্রপতি। তিনি একজন আদর্শ শিক্ষক ও অনুসন্ধানী জ্ঞানতাপস । তিনি আমৃত্যু শিশু ও তরুণদের অনুপ্রেরণা দান করেছেন । তিনি বর্তমান যুগের আইডল/রােল মডেল ।। এমন একজন অসাধারণ শুদ্ধাচারী মানুষের জীবনাচার তুলে ধরতে লেখক গ্রন্থটি রচনা। করেছেন। এপিজের মৃত্যুর পর মাত্র ৫ দিনে। (১-৫ আগস্ট ২০১৫) তিনি গ্রন্থের পাণ্ডুলিপি চূড়ান্ত করেছেন। এতাে দ্রুত পাণ্ডুলিপি রচনার বিষয়টি তরুণ সমাজের জন্য দ্রুত কাজ করার অনুপ্রেরণা ছড়াবে বলে প্রতীয়মান হয় । এপিজের মৃত্যুর পর সম্ভবত ভারত উপমহাদেশে তাঁকে নিয়ে রচিত এটি প্রথম গ্রন্থ অথবা প্রথম গ্রন্থগুলাের একটি। এক্ষেত্রেও লেখক কৃতিত্বের দাবিদার হতে পারেন। বইটি তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক। এতে প্রথিতযশা শিক্ষক, গবেষক, শুদ্ধাচারী ও কর্মযােগী মানবসন্তান আবল পাকির জয়নল আবেদিন আবদুল কালামের জীবনের গৌরবােজ্জ্বল কর্ম ও অবদান তুলে ধরা হয়েছে। গ্রন্থটিতে বিশদভাবে আলােচনা করা হয়েছে তার নির্মোহ ও স্বচ্ছ জীবনদর্শন। আশা করা যায়, গ্রন্থটি বাংলাদেশ ও ভারতের শিশু, তরুণ ও প্রবীণদের সত্য ও শুদ্ধপথে চলতে উদ্দীপ্ত করবে ।