ভূমিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ এবং ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের নতুন সিলেবাস অনুযায়ী সব বিভাগের অনার্স প্রথম ও শেষ বর্ষের ছাত্রছাত্রীদের জন্য 'স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" শীর্ষক সহায়ক গ্রন্থটি রচনা ও সম্পাদনা করা হয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতির গ্রেডিং ও ক্রেডিট সিস্টেম যেমন - Part- A, Part-B ও Part-C অনুযায়ী গ্রন্থটিকে সাজানো হয়েছে। পড়ুয়া ছাত্রছাত্রীদের কথা স্মরণ রেখে বইটির প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তু প্রচুর পয়েন্ট দিয়ে সহজবোধ্য করে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। একজন পড়ুয়া মানে পরীক্ষার্থী। তাই পরীক্ষার সময়, মানবণ্টন এবং উচ্চনম্বর প্রাপ্তির উপযোগী করে আলোচনার পরিসর নির্ধারণ করা হয়েছে। তাই আমরা আশা করি, এই বইয়ের বিষয়বস্তু ছাত্রছাত্রীরা সহজভাবে বুঝতে সক্ষম হবে এবং ভালো ফলাফলের জন্য তাদের সহায়ক হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশ যেমন প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্যে সমৃদ্ধ, তেমনি সমৃদ্ধ ইতিহাসে। সময় পরিক্রমার সঙ্গে সঙ্গে এ দেশের ইতিহাসে বৈচিত্র্যিক ও বহুমাত্রিক ঘটনাসম্ভারের গৌরবময় সম্মিলন লক্ষ করা যায়। কালজয়ী অনেক মনীষী, অগ্রসর চিন্তার অসংখ্য অগ্রপথিক, অগণিত আত্মোৎসর্গীকৃত কর্মীর ঘামে, শ্রমে ও রক্তে বাংলাদেশের ইতিহাসের এক-একটি অধ্যায় নির্মিত হয়েছে। এর ইতিহাস সবচেয়ে গৌরবের, সর্বাধিক গর্বের এবং সন্দেহাতীতভাবে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়। এ অভ্যুদয়ের চূড়ান্ত অধ্যায় নির্মিত হয়েছে প্রত্যক্ষভাবে ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ আর লাখ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ অধ্যায়ের প্রধান স্থপতি। তাঁর হাতে, তাঁর নেতৃত্বেই বাঙালি পেয়েছে হাজার বছরের আরাধ্য স্বদেশ। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস গ্রন্থে বাংলাদেশের জন্মের গৌরবময় এই ইতিবৃত্তই তুলে ধরা হয়েছে। এ বইয়ে উল্লিখিত কোনো তথ্য ও বিষয়ই আমাদের সমসাময়িক নয়। বাধ্যতামূলকভাবেই এসব তথ্য, উপাত্ত, বক্তব্য ও বিবরণ বিভিন্ন বই থেকে সংগ্রহ করা হয়েছে। এসব বইয়ের তালিকা বইয়ের শেষে সংযুক্ত করা হয়েছে। এসব গ্রন্থের সম্মানিত লেখক ও প্রকাশকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। গ্রন্থটির নাম ও বিষয়-বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বলে আমরা এ ক্ষেত্রে কোনো পরিবর্তন করিনি। বরং সিলেবাসের সঙ্গে সঙ্গতি রেখে গ্রন্থ রচনার কারণে কিছু কিছু বিবরণ পুনরাবৃত্ত হয়েছে। সবচেয়ে বড় কথা, শিক্ষার্থীদের প্রয়োজনের কথা ভেবে বইটি রচনা, সম্পাদনা ও প্রকাশ করা হয়েছে। সে কারণে সব তথ্য ও বিবরণ যথাযথভাবে বিশ্লেষণ করা হয়নি, হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে ভুলও থেকে যেতে পারে। সচেতন পাঠক, সম্মানিত শিক্ষক ও স্নেহের শিক্ষার্থীদের চোখে এসব ভুল দৃষ্টিগোচর হলে অনুগ্রহ করে জানানোর অনুরোধ জানাচ্ছি। পরবর্তী সংস্করণে অবশ্যই ভুলগুলো সংশোধন করে দেয়া হবে।
Title
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (অনার্স প্রথম ও চতুর্থ বর্ষ)