"মিশেল ফুকো তারঁ তত্ত্ববিশ্ব" বইয়ের ফ্ল্যাপের লেখা: বিশ শতককে বলা যেতে পারে তত্ত্বচিন্তার শতক। উনিশ শতকে বা তারও আগে মানুষের চিন্তাচেতনায় বিভিন্ন প্রবণতার সূচনা হয়েছিল। তবে দুটি বিশ্বযুদ্ধ ও স্নায়ুযুদ্ধের অভিঘাত শুষে নিতে-নিতে ভাবনা-প্রস্থানগুলি প্রসারিত হলাে বিচিত্র শাখা-প্রশাখায়। একুশ শতকের শূন্যদশক পেরিয়েও অব্যাহত রয়েছে জিজ্ঞাসার পালাবদল। তবু বিশ শতকই তত্ত্ববিশ্বের প্রকৃত চারণভূমি। অখণ্ড অবিভাজ্য মানববিশ্বের অধিবাসী হিসেবে যত চিনতে পারছি নিজেদের, আমাদের কৌতূহল মহাদেশের গণ্ডি অতিক্রম করে যাচ্ছে দ্রুত। নতুন নতুন তত্ত্বের আলােয় উদ্ভাসিত হয়ে তৃতীয় বিশ্বের অধিবাসীদের চিন্তা-চেতনার সীমান্তরেখাও মুছে গেছে কবেই। সাহিত্য ও সংস্কৃতিতত্ত্বের মাটি ও আকাশ আমূল পালটে গেছে। মনােভুবন ও বিশ্বচরাচরের দ্বিরালাপে আমরা শরিক এখন।বাঙালি পড়ুয়ার কাছে রূপান্তরপ্রবণ এই তত্ত্ববিশ্ব ও তার সূত্রধার চিন্তাগুরুদের পরিচিত করার দুরূহ দায়িত্ব পালন করে যাচ্ছেন বিরল প্রজ্ঞা ও সংবেদনাসম্পন্ন এক ধীমান প্রাবন্ধিক। তার এই বইয়ের বিভিন্ন অধ্যায়ে আলােচিত হয়েছে তত্ত্বগুরু মিশেল ফুকোর সংশ্লেষণী প্রতিবেদনের বীক্ষাভূমি এবং আশ্চর্য স্বকীয়তায় ঋদ্ধ বিশ্লেষণপদ্ধতি ও নতুন তাৎপর্যের আলােয় উদ্ভাসিত চেতনাভুবন। প্রতীচ্যের এই পথপ্রদর্শক চিন্তাগুরুর তত্ত্ববিশ্বের সঙ্গে জিজ্ঞাসু বাঙালির সেতু রচনার ক্ষেত্রে এমন সমৃদ্ধ গ্রন্থ বাংলা ভাষায় এখনও অদ্বিতীয়।
এ-সময়ের পুরোধা সাহিত্যিতাত্তিক ও সমালোচক তপোধীর ভট্টাচার্য (জন্ম ১২ ফেব্রুয়ারি ১৯৪৯) বাংলা সাহিত্যের যশস্বী চিন্তাবিদ। বাঙালির নিজস্ব নন্দনতত্ত্ব হিসেবে উত্তর আধুনিক চেতনার অন্যতম প্রস্তাবক তিনি। এখনও পর্যন্ত তাঁর ১৩৪টি বই প্রকাশিত হয়েছে। ‘তুমি সেই পীড়িত কুসুম’ তাঁর প্রথম কাব্যগ্রন্থ। মোট ৩২ টি কবিতা-সংকলন তাঁর রয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কার্যদক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এছাড়া দিল্লী বিশ্ববিদ্যালয়ের মর্যাদাবান রবীন্দ্র অধ্যাপক হিসেবেও কাজ করছেন। ছিলেন বাংলা সাহিত্যের এমেরিটাস অধ্যাপকও। নিরন্তর মনন-চৰ্চা করাই তাঁর জীবনের ব্রত। উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে : প্রতীচ্যের সাহিত্যতত্ত্ব, ঐতিহ্যের পুনর্নির্মাণ, আধুনিকতা : পর্ব থেকে পর্বান্তর, বাখতিন তত্ত্ব ও প্রয়োগ, ছোটগল্পের সুলুক-সন্ধান, উপন্যাসের সময়, উপন্যাসের বিনির্মাণ, কবিতার রূপান্তর, কবিতা : নন্দন ও সময় প্রভৃতি।