মানব সভ্যতায় আরবী ভাষা ও সাহিত্য এবং আরব সংস্কৃতির অবদান অনেক। আধুনিক কালের নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যের ভাষা আরবী ও এর ভাষাভাষীদের এই বিরাট কৃতিত্ব একদিনে অর্জিত হয়নি। ভাষার অলঙ্করণ ও উন্নত সাহিত্য সৃষ্টিতে আরবদের রয়েছে এক সুদীর্ঘ ও সুবিশাল ঐতিহ্য। যুগে যুগে আরব ভাষাতাত্ত্বিক ও কবি-সাহিত্যিকগণ তাদের মূল্যবান অবদানে এই ঐতিহ্য গড়ে তুলেছেন। বিভিন্ন যুগের এরকম কয়েকজন মনীষীর ব্যক্তি-পরিচয় ও বহুমুখী অবদান তুলে ধরার জন্য এই পুস্তক রচনা। উদ্দেশ্য, বাংলা ভাষাভাষী সাহিত্য পাঠকদের সামনে আরবী ভাষা ও সাহিত্য সম্ভারের খানিকটা ঝলক উপস্থাপন করা এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক শিক্ষার্থীদের কিছুটা প্রয়োজন পূরণ করা। আলোচ্য মনীষীরা হলেন উমাইয়া-আব্বাসী যুগের বসরার প্রখ্যাত ব্যকরণবিদ ও ছন্দশাস্ত্রের জনক খলীল ইবনে আহমদ আল ফারাহীদী, আব্বাসী যুগের অমর কথাশিল্পী মাকামাতখ্যাত আবুল কাসেম আল-হারীরী, আধুনিক যুগের কয়েকজন প্রখ্যাত কবি- "কবিকুলসম্রাট” আহমদ শাওকী, “নীল নদের কবি” হাফিজ ইবরাহীম, “সমাজচেতনার কবি" মা'রূফ আর-রুসাফী, “দুই ভূখণ্ডের কবি” খলীল মুতরান এবং আমেরিকায় প্রবাসী কবি ইলিয়্যা আৰু মাদী।