“তিন ভাষার পকেট অভিধান-বাংলা-ইংরেজি-আরবী (3 Vashar Pocket Avidhan-Bangla-English-Arbi) " বইটির ভূমিকা থেকে নেয়াঃ একজন শিক্ষার্থীর জন্য অভিধান একটি গুরুত্বপূর্ণ অবলম্বন। বিশেষ করে বিদেশী ভাষার শিক্ষার্থীকে সংশ্লিষ্ট ভাষার অভিধানের সহায়তা নিতেই হয়। বাংলাভাষী জনগােষ্ঠীর একটি উল্লেখযােগ্য অংশ মাতৃভাষার পাশাপাশি ইংরেজী ও আরবী চর্চা করে থাকেন। তাদের প্রয়ােজনীয়তার কথা চিন্তা করেই তিন ভাষার এই সুবহ অভিধান প্রণীত হয়েছে। শিক্ষার্থীরা এর সাহায্যে মাতৃভাষার প্রয়ােজনীয় শব্দের ইংরেজী ও আরবী প্রতিশব্দ অনায়াসে শিখতে পারবেন। স্বল্পপরিসর এই অভিধানের শব্দসংখ্যা পর্যাপ্ত না হলেও এতে দৈনন্দিন ব্যবহারিক শব্দের প্রয়ােজন অনেকটা পূরণ হবে। তিন ভাষার পকেট অভিধান-বাংলা-ইংরেজি-আরবী (3 Vashar Pocket Avidhan-Bangla-English-Arbi) অভিধানটির বর্তমান সংস্করণে একদিকে আরবী লিপির অনেক পরিমার্জন করা হয়েছে এবং অন্যদিকে প্রতিটি লাইনের মধ্যে যতটা জায়গা পাওয়া গিয়েছে তাতে ইংরেজী ও আরবী প্রতিশব্দের বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে। এসব সংযােজনের ফলে আশা করি, পাঠকরা এই অভিধান ব্যবহারে আরাে স্বাচ্ছন্দ্য বােধ করবেন এবং এর দ্বারা আগের চেয়েও বেশী উপকৃত হবেন।