শুধু একটুকরো ব-দ্বীপ নিয়ে বাংলাদেশ ও বাঙালির সমাজ নয়। ভূখণ্ডের বাইরেও রয়েছে বাংলাদেশের বিশাল অস্তিত্ব। দেশের বাইরে এই বাংলাদেশের মানচিত্র আঁকা রয়েছে প্রবাসীর হৃদয়ে । প্রবাসী বাঙালির হৃদয়ের এই মানচিত্রের খোঁজেই ফাহমিদা হোসেনের লেখালেখির সূচনা। প্রবাসী বাংলাদেশী ফাহমিদা হোসেন কবিতা এবং গদ্যে সমান পারদর্শী । তার লেখা গল্পের সংকলন 'বিবশ চৈতন্য' । এটি তার প্রথম গল্পগ্রন্থ হলেও যে অভিজ্ঞতার ও পরিপক্কতার ছাপ লেখনীতে রয়েছে তা সত্যিই অনবদ্য । ফাহমিদা হোসেনের গদ্যভাষা নির্মেদ, স্বচ্ছন্দ ও সুখপাঠ্য। গলপগুলো প্রবাসের অভিজ্ঞতা- প্রসূত । গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রবাসী বাঙালি ডা.জাহেদা । আমেরিকার সমাজ জীবনকে তিনি যেভাবে দেখেছেন, উপলব্ধি করেছেন তার সরস উপাখ্যান বিবশ চৈতন্যের গল্পগুলোর মধ্যে বিবৃত হয়েছে । গল্পগুলো কখনও করুণ রসে সিক্ত, কখনও প্রেমের গভীর শিকড় অভিমুখী । মানুষের জীবনকে লেখক পর্যবেক্ষণ করেছেন গভীর মমতায় । এই পর্যবেক্ষণ পাঠককে নিয়ে যায় প্রত্যক্ষ অভিজ্ঞতার ভুবনে । সমাজ সচেতন লেখকের গতিশীল ও শক্তিশালী ভাষা বাংলা সাহিত্যের সড়কে এক মাইল ফলক সৃষ্টি করবে নিঃসন্দেহে । -শান্তা মারিয়া