ফ্ল্যাপে লিখা কথা পবিত্র কোরানে ইবলিশ বা শয়তানকে মানুষের শত্রু বলে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয় শয়তানকে শত্রু গণ্য করার জন্য মানুষকে আহ্বানও জানানো হয়েছে। এই নির্দেশ কি আমরা চলার পথে স্মরণ রাখি? স্মরণ না রাখলে আমাদের পরিণতি কি হতে পারে আমরা কি তা অনুধাবন করেছি? শয়তান কেন বেহেশত থেকে বিতাড়িত হল এবং শয়তানের ঔদ্ধত্যের স্বরূপ কেমন এসব বিষয় জানা খুবই প্রয়োজন। আমরা এ ব্যাপারে কতটুকু সচেতন? শয়তান মানুষকে কিভাবে ধোঁকার স্বরূপ? কিভাবে মানুষ শয়তানের হাতছানি পরিচিহ্নিত করবে? শয়তানের বৈশিষ্ট্য কি এবং কেমন তার কাজ এসব বিষয় হৃদয়ঙ্গম করতে না পারলে শয়তানের চাতুর্য বুঝা সম্ভব হবে না এবং শয়তান থেকে আত্মরক্ষা করে আলো পথে চলা দুষ্কর-অসম্ভব হয়ে পড়বে।
এই বইতে উল্লিখিত বিষয়গুলো আল কোরানের আলোকে বিশ্লেষিত হয়েছে। কোরানের বিভিন্ন আয়াতের নির্দেশনা ও আলোচনায় আমরা বুঝতে পারব যে কিভাবে শয়তানের কুমন্ত্রণা থেকে নিজকে আত্মরক্ষা করা যায়। বইটি একাগ্র মন নিয়ে পাঠ করলে আমাদের স্থির বিশ্বাস, শয়তানের কৌশল ও অর্থহীন কাজ থেকে নিজকে বাঁচিয়ে রাখার সৌভাগ্য লাভ হতে পারে, তাছাড়া, আধ্যাত্মিক বা তাসাউফের পথে চলার পথিকদের জন্য বিষয়গুলো হৃদয়ঙ্গম করা জরুরী।
মোঃ বজলুর রশীদ
সূচীপত্র * উপস্থাপনা * শয়তানের জন্ম * খৃষ্টানদের দৃষ্টিতে শয়তান * শয়তানের আলোচনায় ঈমাম গাজ্জালী (র) * আল্লাহর বিরুদ্ধে শয়তানের বিদ্রোহ * শয়তানের চারিত্রিক বৈশিষ্ট্য ও ধোকার কৌশল * শয়তানের শক্তি দুর্বল * মুনাফিকরা শয়তানের বন্ধু * ঔদ্ধত্যের কারণ * উদ্ধতরা কি ধার্মিক * অবিশ্বাসী জাতি * কোরানে উদ্ধত ও অবিশ্বাসী জাতি * আত্মার উপর ঔদ্ধত্যের প্রভাব * পরকালে উদ্ধতের অবস্থা * বড়পীর আব্দুল কাদের জিলানী (র)-কে শয়তানের ধোকা * শয়তানের বিরুদ্ধে মু’মিনদের যুদ্ধ * ঈমানদারদের বিনম্রতা * সহায়ক গ্রন্থাবলী
মােঃ বজলুর রশীদ ১৯৫৪ সনের ২৮ ফেব্রুয়ারী বান্দরবান জেলায় সম্ভান্ত রশীদ পরিবারে জন্মগ্রহন। করেন। ছােটবেলার পাঠ শেষে তিনি বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয় ও পরে রাঙ্গামাটি সরকারী ইংলিশ হাইস্কুলে লেখাপড়া করে কৃতিত্ত্বের সাথে এস এস সি পাশ করেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে তিনি ১৯৮৩ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যােগদান করেন। উপজেলা ও জেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি টেকনাফ, আনােয়ারা, হবিগঞ্জ, চট্রগ্রাম, ফেনী, ছাগলনাইয়া, রাউজান, রাঙ্গামাটি, জুরাছড়ি, খাগড়াছড়ি, মহালছড়ি, কক্সবাজার, পটুয়াখালীতে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উপ-সচিব হিসেবে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে, বিশেষত জনপ্রশাসন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সরকারের একজন যুগ্ম সচিব হিসেবে পিআরএল ভােগ করছেন। তিনি দেশে বিদেশে বহু ইন সার্ভিস প্রশিক্ষণ গ্রহন করেছেন এবং বিভিন্ন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিথি বক্তা হিসেবে পাঠ দান। করছেন। ছাত্রজীবনে বিভিন্ন নামী পত্র-পত্রিকা ও সাময়িকীতে লিখেছেন। চাকুরী জীবনেও গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশনের কাজ করেছেন। বর্তমানে তিনি কোরিয়ান এ্যালুমনাই এসােসিয়েশনের পক্ষে ইংরেজী ত্রৈমাসিক নিউজ লেটার সম্পাদনা করেন। ইতিমধ্যে তাঁর আটটি বই প্রকাশিত হয়েছে। আরাে একটি প্রকাশের অপেক্ষায়। দরিদ্র জনপদের উন্নয়নের উপর কিছু লেখা আন্তর্জাতিক মাধ্যমে প্রচারিত হয়েছে। তিনি বাংলা একাডেমীসহ কয়েকটি সাহিত্য-সাংস্কৃতি-সেবা সংগঠনের জীবন সদস্য।