অপরিসীম করুণার আধার মহামহীম আল্লাহ পাকের দরবারে শত কোটি শোকর ও সুজুদ, যিনি এ অধম গুনাহগারকে তাঁর হাবীবের উম্মতের অন্তর্ভূক্ত করে ধন্য করেছেন। অগনতি দরূদ ও ছালাম ঐ বিশ্বনবীর প্রতি—যাঁকে সৃষ্টি না করলে মহান রব্বুল আলামীন কিছুই সৃষ্টি করতেন না-যিনি আল্লাহ পাকের একান্ত প্রীতিভাজন, বিশ্ববাসীর দিশারী, সৃষ্টির সেরা, মহান চরিত্রের অধিকারী। তার পরিবার-পরিজন ও ছাহাবীবৃন্দের উপরেও। বিশ্বনবী সল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম-এর জীবনী লেখার সাথে জড়িত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যিনি, তার জীবনের ক্ষুদ্রতম কোন ঘটনা লেখা মহান আল্লাহর খাছ রহমাত ব্যতীত অসম্ভব। দুনিয়ায় অগনীত লেখক, কবি ও সাহিত্যিক ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। তারা কত বিষয়ে কত কিছুই তো লিখেছেন, কিন্তু বিশ্বনবী সল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম-এর জীবন ও কর্ম সংক্রান্ত বিষয়ে দু'চার ছতর লেখার সৌভাগ্য কি সবার হয়েছে? মহান আল্লাহর একান্ত করুণা ও তাউফীক ছাড়া এ কাজ সম্ভভ হয় না। আল্লাহ রব্বুল আলামীন তাঁর মহান রছুলের খেদমত কার দ্বারা করাবেন তা তিনিই অবগত আছেন । ঢাকার বাংলা বাজারস্থ মাহমুদ পাবলিকেশন্স-এর মালিক আমার একান্ত স্নেহের ছাত্র মাওলানা মাহমুদ হোসাইন সেলিম বিগত দু'বছর পূর্বে বিশ্বনবী সল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম-এর জীবন চরিৎ সম্বলিত একখানা ছহী-শুদ্ধ বৃহৎ গ্রন্থ সংকলন করার জন্য আমাকে বিশেষভাবে অনুরোধ করেছিলেন। আমি তার অনুরোধ রক্ষা করার প্রতিশ্রুতিও দিয়েছিলাম। এতদিন যাবৎ কঠোর পরিশ্রম করে অত্র পুস্ত কখানা সংকলন করতে পেরে মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। আশা করি পাঠকবৃন্দ অত্র পুস্তকখানা পাঠ করে বিশ্বনবী সল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম-এর সঠিক জীবনী জ্ঞাত হয়ে নিজেদের ঈমান মজবুত করবেন এবং মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম-এর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হবেন। মহান আল্লাহ অত্র পুস্তকখানাকে কবুল করে নিন এবং এটাকে সকলের হেদায়াতের জরীয়া বানিয়ে দিন আর পরকালে আমাদেরকে এর উছিলায় নাজাত দান করুন। আমীন
Title
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী এ্যালবাম সম্বলিত