ফ্ল্যাপে লিখা কথা সজল আহমেদ জন্ম ১৯ শে নভেম্বর ফরিদপুর জেলায়। প্রকাশিত বইসমূহ- ‘অন্ধকার ও আমি’ (কাব্যগ্রন্থ, ২০০৬) ‘যুগল চোখের স্বপ্ন (কাব্যগ্রন্থ, ২০০৭) ‘মাত্রাবিহীন অক্ষর’ (কাব্যগ্রন্থ, ২০১০) ‘শ্রেষ্ঠ কবিতা’ -আল মাহমুদ (সম্পাদনা, ২০১০) ‘দুই বাঙলার আবৃত্তির শেষ্ঠ কবিতা’ (সম্পাদনা, ২০১০) ‘আবৃত্তির ৩০০ কবিতা’ (সম্পাদনা, ২০১১) দু্ই বাঙলার ছোটগল্পে দেশবিভাগ’ ‘ (সম্পাদনা, ২০১১) ‘দুই বাংলার নির্বাচিত ছড়া’ (সম্পাদনা, ২০১১) ‘কল্পলোকের গল্প’ (যৌথ সম্পাদনা, ২০১১)
তিনি ‘সময়’, ‘হাঁটুজল’ ও ‘কবি’ নামে, তিনটি সাহিত্যের ছোটকাগজ সম্পাদনা করেন। এছাড়া মাসিক পত্রিকা ‘কথোপকথন’ সম্পাদনা করেছেন।
নাসিম সাহনিক তিনি মূলত বিজ্ঞান ও সাহিত্যের মেলবন্ধনের পথিক। বিজ্ঞানের মাধ্যমে প্রকৃতি, প্রাণ, মহাবিশ্ব প্রভৃতি অধ্যয়ন করে থাকেন। সাহিত্যের মাধ্যমে মানুষ, জীবন ও সংস্কৃতি প্রভৃতি বোঝার চেষ্টা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে সাংবাদিকতা এবং শিক্ষকতার সাথে জড়িত। তিনি বেশকিছু পত্রিকা সম্পাদনা করেছেন। এগুলোর মধ্যে রয়েছে অনলাইনে সায়েন্সটেক, বিজ্ঞান ও বিজ্ঞান কল্প কাহিনী বিষয়ক পত্রিকা ক্রোমোজোম, মাসিক কথোপকথন, মাসিক ইমেজ প্রভৃতি। তার লেখা প্রথম গ্রন্থ ‘মানুষের জিন মানুষের মন’ পাঠক কর্তৃক সমাদৃত হয়েছে এবং তার লেখা প্রথম টেলিভিশন নাটক ‘একটা কবিতা শুনবে?’ দর্শক নন্দিত হয়েছে। তার রচনা ও পরিচালনায় নির্মিত ফিকশনাল ভিডিও ‘বন্ড স্ট্রেন্থ’ সম্মানজনক পুরস্কার লাভ করেছেন। এই তরুণ বয়সেই তিনি বেশকিছু ভালো গ্রন্থ এবং টেলিভিশন নাটক রচনা করেছেন। বর্তমানে তিনি কলম আর ক্যামেরা দিয়ে সৃজনশীলতার জগতে বিচরণ করছেন।
Title
কল্পলোকের গল্প : বৈজ্ঞানিক কল্পকাহিনীর নির্বাচিত গল্প