‘নারী প্রগতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রোকেয়া হল’ বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল (১৯২১ সাল) থেকে বর্তমান সময় (২০১১ সাল) পর্যন্ত নারী প্রগতির সুবিস্তৃত প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। ছাত্রীদের উচ্চশিক্ষা লাভের সুযোগ, তাদের রাজনৈতিক-সামাজিক সচেতনতা, গুরুত্বপূর্ণ আন্দোলন সমূহে সম্পৃক্ততা ইত্যাদি বইটিতে যথাযথ ভাবে পরিস্ফুট হয়েছে। এছাড়া বইটিতে বিভিন্ন যুগের নারী নেত্রীদের বিকশিত জীবনের ক্রমধারা অনুসন্ধিৎসু পাঠকের কৌতূহল নিবৃত্ত করতে সক্ষম হবে। একই সাথে এতে লিপিবদ্ধ রোকেয়া হলের ছত্রছায়ায় লালিত বহুল আলোচিত ও আলোকিত কৃতী ছাত্রীদের জীবনগাঁথা পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণায় উৎস হয়ে থাকবে। মোট কথা Ñ ঢাকা বিশ্ববিদ্যালয় ও রোকেয়া হলের দীর্ঘ সময়ের বিচিত্র সব ঘটনার বর্ণনা বইটিকে করেছে সমৃদ্ধ। প্রাক্তন ছাত্রীরা একই সাথে নিজ সময়ের স্মৃতিময়তায় যেমন আপ্লুত হবেন তেমনি তারা পরিবর্তিত সময়ের সঙ্গে যোগসূত্র খুঁজে নিতে সচেষ্ট হতে পারেন। আর নবীন ছাত্রীরা তাদের উত্তরাধিকার, রোকেয়া হলের বিবর্তনের ইতিহাস, তখনকার বিভিন্ন সঙ্কটকালের সঙ্গে নিজ ভূমণ্ডলের তুলনামূলক বিচার করতে পারবেন। সুতরাং এই বইটিকে প্রবাহমান কালের তথ্যবহুল দলিল বললে অত্যুক্তি হবেনা।