বইয়ের প্রথম ফ্ল্যাপ জিমি কার্টার একজন কীর্তিমান মানুষ। তিনি শান্তি ও মানবতার দূত। আজীবন শান্তির অন্বেষায় দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়িয়েছেন। তিনি একজন ন্যায়ানুগ মানুষ। সামাজিক ন্যায় বিচার ও মানবাধিকার রক্ষার একজন প্রবক্তা। রাজনৈতিক সততা ও স্বচ্ছতার মূর্ত-প্রতীক হিসেবে বিবেচিত। তিনি শিশুকাল থেকেই বর্ণবৈষম্যবিরোধী ছিলেন। তাকে বলা হয় পরিবর্তন-মনস্ক প্রেসিডেন্ট ও মৌলিক চিন্তার অধিকারী মানবসন্তান। পরমত সহিষ্ণুতা ও রাজনৈতিক সৃজনশীলতার ক্ষেত্রেও জিমি কার্টারের সুনাম রয়েছে। কোন কোন লেখক জিমি কার্টারকে Gift of Peace, a life of service ইত্যাদি অভিধায় ভূষিত করেছেন। এমন একজন কর্মবীর ও উজ্জ্বল নক্ষত্রের কর্মজীবন হতে পারে আমাদের অনুপ্রেরণার উৎস। কার্টার সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কঠোর শ্রম, মেধা, নিবিড় প্রচেষ্টা ও বিশাল স্বপ্নের কারণে তিনি কর্মে ও পদে এক বর্ণাঢ্য জীবনের অধিকারী হয়েছেন। লেখক মনে করেন জিমি কার্টারের উপর একটি গ্রন্থ লিখলে কার্টারের প্রতি তার ঋণ কিছুটা শোধ হতে পারে। কার্টারের মতো একজন স্বচ্ছ, সত্যাশ্রয়ী, মানব প্রদীপ-এর জীবন সংগ্রাম ও সফলতার গল্প তরুণদের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করতে পারে। আশা করি লেখকের প্রচেষ্টা দেশ-বিদেশের পাঠকদের কাছে সমাদৃত হবে। বিশেষ করে জিমি কার্টারের জীবন সংগ্রাম, কর্তব্যবোধ, দেশপ্রেম ও মানবিক কর্ম এবং সফলতার কাহিনী তরুণ সমাজের হৃদয়ে জ্বালাতে পারে অনুপ্রেরণার প্রদীপ, এ প্রত্যাশা থাকলো। প্রকাশক