কিছুদিনে আগে একটা ফোরামে একটা প্রশ্ন করা হয়েছিলো। সকলের জানার সুবিধার্থে আমি হবহু প্রশ্নটি তুলে ধরলাম। “আমি বেশকিছুদিন যাবদ চাকরীর জন্য পড়াশোনা শুরু করেছি। কিন্তু অংক করতে গিয়ে কিছুই পারছি না। যেটা সকলের কাছে সাধারন ব্যাপার আমার কাছে সেগুলো অনেক কঠিন। গত ১২ বছর ম্যাথের কিছুই করি নাই এবং সব কিছু ভুলে গেছি। এখন আমি কিভাবে প্রস্তুতি নিতে পারি???” এখানে অনেকে অনেক রকম উত্তর দিয়েছিলেন অনেকে কিন্তু একটা উত্তর ছিল বেশ গোছানো এবং অনেক হেল্পফুল। উত্তরটা তুলে ধরার চেষ্টা করলাম। সাইফুল, যারা স্টুডেন্ট লাইফ থেকে বিসিএস বা চাকরীর জন্য প্রিপারেশন না নেয় এবং টিউশন করানোর অভ্যাস না থাকে তাদের প্রায় সকলেই এই বিপদের সম্মুখীন হয়। এস এস সি পর্যন্ত সকলের জন্য ম্যাথ করতে হলেও এরপর সায়েন্স বেজ ছাড়া ট্রিপিকাল ম্যাথ করা বাধ্যতামূলক নয় তাই বেশিরভাগ মানুষ ম্যাথ করা ছেড়ে দেয় এবং চাকরীর পরীক্ষা দেওয়ার সময় বিপদে পড়ে। আপনার জন্য আমি কিছু সাজেশন শেয়ার করতে চাই। এটাকে সাজেশন বলা ঠিক হবে কিনা জানি না। আমি এই বিপদ থেকে যেভাবে বের হতে পেরেছিলাম তার পথগুলো বলার চেষ্টা করছি। ম্যাথে ভাল করতে হলে ম্যাথ সম্পর্কে জানতে হবে। প্রথমেই হায়ার লেভেলের অংক করতে গিয়ে প্যানিকড হয়ে আগ্রহ হারানোর চেয়ে একেবারে বেসিক জানার চেষ্টা করুন। পারলে অংকের শুরু, সংখ্যার শুরু, কাদের হাত ধরে এই ম্যাথের উন্নতি হল তাদের সম্পর্কে পড়ুন। অংকের সাধান থিওরি, অংক কাকে বলে , সংখ্যা কাকে বলে এমন সকল থিওরি বুঝে পড়ুন এবং মুখস্ত রাখুন। দেখবেন আস্তে আস্তে নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পাবেন। এরপর ছোট ক্লাসের অংক থেকে শুরু করুন। বেশ কাজে দিবে। ধীরে ধীরে সামনের দিকে আগান দেখবেন আর ভয় পাচ্ছেন না। আমি থিওরি, ব্যাসিক থেকে কিছুটা হায়ার লেভেলে শেখার জন্য কয়েকটা বই কিনেছিলাম। আপনার জন্য একটা বই সাজেস্ট করছি।
বইয়ের নাম ঃ Math Power লিখেছেনঃ মো: গোলাম কিবরিয়া সরকার আশা করি আপনার সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। অনেকেই এমন সমস্যা ফেস করেন। তাদের জন্য এই সমস্যা এবং উত্তর তুলে ধরা। এভাবে শুরু করে দিন আপনার প্রস্তুতি।
জন্ম ৮ জানুয়ারি দিনাজপুরে। তবে নিজ জেলা বগুড়া। বাবা মো. তোফাজ্জল হোসেন সরকার সরকারি কর্মকর্তা ও মা গোলেনিহার বেগম গৃহিণী। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন স্থানে বসবাস ও পড়াশুনা। এসএসসি পর্যন্ত ৫টি জেলার ৭টি স্কুলে অধ্যয়নের বিচিত্র অভিজ্ঞতা। উচ্চশিক্ষার উল্লেখযোগ্য অংশ দেশের দ্বিতীয় প্রাচীন বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। সেখানেই পরিসংখ্যানে বিএসসি (অনার্স) ও এমএসসি সম্পন্ন। পরবর্তীতে বাউবি থেকে এমবিএ। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ব্যুরো অব ইকোনমিক রিসার্চ থেকে গবেষণার উপর বিশেষ শিক্ষাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইনিস্টিটিউট থেকে আইটি’র ওপর বিভিন্ন শিক্ষাগ্রহণ। পেশাগত জীবনে প্রকাশনায় গবেষণার সাথে সম্পৃক্ততা। দেশের স্বনামধন্য একটি প্রকাশনা প্রতিষ্ঠানে সুদীর্ঘ সময় ধরে গবেষণা ও আইটি বিভাগের প্রধানের দায়িত্বে কর্মরত। এ সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হয়ে অসংখ্য বই রচনার সাথেও যুক্ত থাকা। শিক্ষাকে আরও সহজ ও সকলের জন্য বোধগম্য করার ব্রত নিয়ে কাজ করে যাওয়া।