ভাষা চয়ন, গাঁথুনি, বিনির্মাণ ও বাচনিকে কামাল মুহম্মদ তার চারপাশের বাস্তবতাকে উপকরণ হিসেবে নিয়ে কবিতায় প্রতিস্থাপিত করেছেন। এইসব শৈলী উপস্থাপনে উপমা, প্রতীক, চিত্রকল্প-এর মতো কবিতার উপকরণসমূহকে অভিজ্ঞতার কষ্টসাধ্য কল্পনা থেকে টেনে আনেন। কবিতার শৈলী ও কাঠামো নির্মাণে যে গভীর বোধ প্রয়োজন তা কামালের প্রথম কাব্যগ্রন্থ অন্ধের দুরবিন-এ প্রতিফলিত। ভাবনার উঠোনে তিনি স্বতন্ত্র। কাব্য-শরীরে ছন্দের দোলা আছে, আছে গীতলতা। যে কারণে তার কবিতাগুলো সুখপাঠ্য। মানব-মনের নানা আকুলতা, প্রেম ও বিরহ কামাল মুহম্মদের কবিতার অন্যতম চালিকাশক্তি। চিত্রিত গ্রাম্যজীবনের সঙ্গে কবির কবিতায় নাগরিক জীবনের নানা জটিলতার উল্লেখ দেখা যায়। এই নাগরিক জীবনের ধোঁয়াশাময় পরিবেশ তাকে করে তোলে কান্ত। এ থেকে তিনি মুক্তি চান। ইতোমধ্যে অর্জিত অভিজ্ঞতা ও চর্চার সমন্বয়ে গঠিত চেতনার ফসল এই কাব্যগ্রন্থ অন্ধের দুরবিন।
লেখক: কামাল মুহম্মদ জন্ম ৯ মে ১৯৮১। মা রয়মন নেছা ও বাবা হাজী মুহম্মদ রহিম উদ্দিন মণ্ডল। বসবাস ময়মনসিংহের তারাকান্দার রণকান্দায়। পত্রপত্রিকা ও ছোটকাগজে লেখালেখি ও ফ্রিল্যান্স সাংবাদিকতা করে থাকেন।
Kamal Muhammod- (জন্ম ৯ মে ১৯৮১)। মা রয়মন নেছা ও বাবা হাজী মুহম্মদ রহিম উদ্দিন মণ্ডল। বসবাস ময়মনসিংহের তারাকান্দার রণকান্দায়। পত্রপত্রিকা ও ছোটকাগজে লেখালেখি ও ফ্রিল্যান্স সাংবাদিকতা করে থাকেন।