“বাংলাদেশের গ্রাম" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ বাংলাদেশ আসলে কি এক দেশ? আসলে এক দেশ নয়, সমাজ আসলে এক সমাজ নয়, জনসমষ্টি আসলে পরস্পর বিরােধী লােকসমাজ। এ যেমন পরস্পর বিরােধী বিন্যাস, তেমনি এই বিন্যাস স্তরবিভক্ত। প্রথমটি শ্রেণীর ইঙ্গিতবহ, দ্বিতীয়টি ক্ষমতার। পরস্পর বিরােধী শ্রেণী বিন্যস্ত সমাজ কার্যকর রাখতে গেলে ক্ষমতার প্রয়ােজন, সেই ক্ষমতার বিন্যাস ব্যক্তির কিংবা শ্রেণীর কিংবা অঞ্চলের অবস্থান নির্ণীত হতে থাকে। সেজন্য শ্রেণী বিন্যস্ত সমাজে যারা শাসক তাদের অবস্থান কেন্দ্র শহর, তার দরুণ জনসমষ্টির অধিকাংশ যে-অঞ্চলের বাসিন্দা তারই ভৌগােলিক নাম : গ্রাম। গ্রামের বিদ্রোহপ্রবণ অংশ থেকে থেকে পরিবর্তনের তরঙ্গ তােলে। তখন সূর্যোদয় আশা ও বিশ্বাসের মতন দিগন্ত থেকে দিগন্তে ব্যাপ্ত, সূর্যাস্তে মেলে দেয় লড়াইয়ের রক্ত, ঘরের বউ দা হাতে দাঁড়ায় স্বামীর পাশে, আর স্বামীর সঙ্গে থাকে গ্রামের লােকজন : তারা জান দেয়, ধান দেয় না; তারা মহাজনের গােলা থেকে ধান কেড় নেয়, না খেয়ে মরে যায়; তারা লড়াইয়ে লড়াইয়ে উত্তাল হয়, মুখ বুঝে কবর খোজে না। তারা সকল সর্বনাশের মধ্যে মস্তক উঁচু করে থাকে মর্যাদার নিশেন তুলে, আ-দিগন্ত যে-নিশেন দেখা যায় গ্রাম থেকে গ্রামে।
Borhanuddin Khan Jahangir (জন্ম ৯ জানুয়ারি ১৯৩৬), চাঁদপুরের গুলবাহার গ্রামে। তিনি কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ-গবেষণা, নৃবিজ্ঞান, সম্পাদনা, শিল্পসমালোচনা, অনুবাদ ইত্যাদি নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তাঁর প্ৰবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে- স্বদেশ ও সাহিত্য, হত্যার রাজনীতি ও বাংলাদেশ, আধুনিকতা এবং উত্তর আধুনিকতার অভিজ্ঞতা, জাতীয়তাবাদ এবং আধুনিকতা, প্রজাতন্ত্রকে রক্ষা করতে হবে, রাষ্ট্রের দায়বদ্ধতা, বাংলাদেশে জাতীয়তাবাদ এবং মৌলবাদ, বাংলাদেশের গ্রামাঞ্চল ও শ্রেণীসংগ্রাম, নিস্তব্ধতার সংস্কৃতি, বাংলাদেশে ধনতন্ত্রের উদ্ভব ও বিকাশ ইত্যাদি । তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, Roll of Honour, UNESCO and Govt of France, কলকাতার মুজফফর আহমদ স্মৃতি পুরস্কার এবং জাহানারা ইমাম স্মৃতি পদকে ভূষিত হয়েছেন। ;