On the Silver jubilee of Bangladesh liberation war this is a documentary chronicle of the American response to the great crisis in South Asia. Arranged in four parts it begins with a narrative by the editor and his wife on how the Bengalis in the USA reacted to the war and how the US and other citizens in the USA, the media, the US Congress and the Executive responded to the crisis. In the second part a selection of documents produced in the USA at the time on various facets and issues of the liberation war are reproduced. They cover seven topics, viz., why Bangladesh, Pakistani atrocities, economic situation in war-ravaged Bangladesh, spectre of famine and disease, threat of a subcontinental war, economic prospects of Bangladesh, and the US policy relating to the crisis. Part three is devoted to action in the US Congress on the crisis and it also contains 45 selected statements out of a total of 2 10 made by Senators and Representatives on the floor. These two parts clearly bring out the great impact in USA of the Bangladesh liberation war. They also provide materials for a judgment on the response of all branches of the US society and government to the liberation war. The final part contains contributions in the form of recollections and reflections from selected American and Bengali participants, intimately associated with the Bangladesh liberation war effort in the USA.
Contents 1. The Story of Bangladesh Liberation War Effort in USA 2. Background Documents, Situation Reports, Analyses of Problems 3. Action in United States Congress 4. Contributions from Some Participants in the Bangladesh Liberation Movement in Usa
আবুল মাল আবদুল মুহিত লেখক, গবেষক, উন্নয়ন বিশেষজ্ঞ, প্রশাসক, পরিবেশবিদ ও অর্থনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত সিলেটের এক সম্ভান্ত পরিবারে ২৫ জানুয়ারি, ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন। কৈশোরে ছাত্র সংগঠন এবং ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং ১৯৫৫ সালে সলিমুল্লাহ হল ছাত্র সংসদের সহ-সভাপতি ও সর্বদলীয় কর্মপরিষদের আহবায়ক থাকাকালে কিছুদিন জেলেও ছিলেন। কর্মজীবনে পূর্ব পাকিস্তান এবং কেন্দ্রীয় পাকিস্তান সরকারের প্রায় ১৩ বছর চাকরি করে ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে নিযুক্তি পান ১৯৬৯ সালে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে ৩০ জুনে তিনি আনুগত্য পরিবর্তন করেন এবং মার্কিন কূটনৈতিক, শিক্ষামহল ও সংবাদমাধ্যমে প্রচারণায় ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২৫ বছরের সরকারি চাকরির পর বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসেবে স্বেচ্ছা অবসরে যান ১৯৮১ সালে । ১৯৮২ এবং ১৯৮৩ সালে বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ছিলেন এবং ESCAP-এর চেয়ারম্যান নির্বাচিত হন। তার নেতৃত্বে ১৯৯৭ সালে বাংলাদেশে পরিবেশ আন্দোলন গড়ে উঠে। প্রথমে ‘পরশ এবং পরে বাপা'-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনেরও পরপর দুই মেয়াদে সভাপতি ছিলেন। ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং উপদেষ্টা পরিষদের সদস্য হন। ২০০৮ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে পেয়েছেন অর্থমন্ত্রীর দায়িত্ব।