The stories in this anthology have been selected from four decades of Rizia Rahman’s literary career, from the seventies to the present. The stories have been arranged fairly chronologically to suggest the development of the writer over the years. The stories cover a wide range of themes- from the rural to the urban, from historical events to contemporary situations, from feminist to humanist issues, from familiar to social concerns, from demographic to ecological changes.
The stories focus on the disparities and conflicts in both private and public arenas, on the socio-economic injustices that destroy human values and intrinsic rights, and on the personal weaknesses that distort human relationships.
Most of the stories are rooted in Bangladesh; some stories however bear references to international personalities and events that reveal a global consciousness. The stories not only introduce readers to a major Bangladeshi writer, but also make rewarding reading for anyone interested in serious literature.
Contents: 1. The Lure of the Sea 2. Come Back to Earth 3. What Price Honour? 4. For My Darling 5. The Hilsa Net 6. The Past is a Faded Rose 7. Blue Hawaii 8. Benu's Old Sari 9. Fugitive Moonlight 10. A Hartal Story 11. The Return of the Fisherman 12. Mother Fatema Weeps 13. Man that is Made of Earth 14. Irina's Picture 15. Caged in Paradise 16. Train Through the Dark Night 17. The Realist 18. On a Star-Spangled Night 19. A Poet, a Crow, and the War-Horse of Chengiz Khan Translators
রিজিয়া রহমান বাংলাদেশের প্রথম সারির ঔপন্যাসিকদের মধ্যে একজন। জনু ২৮ ডিসেম্বর। ১৯৩৯ সালে, কোলকাতার ভবানীপুরে। বাবার নাম মরহুম ডা. আবুল খায়ের মােহাম্মদ সিদ্দিক। মা-মরহুমা মরিয়ম বেগম। আদি পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করার পর কয়েক বছর অধ্যাপনায়। নিয়ােজিত ছিলেন, একটি প্রতিষ্ঠানে কিছুদিন রিসার্চ অফিসার হিসেদ্ধে কাজ করেন। রিজিয়া রহমানের রচিত গ্রন্থের সংখ্যা চলিশের অধিক। শতাধিক ছােটগল্প লিখেছেন তিনি। লেখালেখির অঙ্গনে প্রায় সবগুলাে শাখাতেই তার কলমের স্বচ্ছন্দ বিচরণ । প্রবন্ধ, সমালােচনা, কবিতা, রম্যরচনা ও শিশুতােষ লেখা ছাড়াও দৈনিক পত্রিকায় কলাম লিখে খ্যাতি অর্জন করেছেন। দীর্ঘ কয়েক বছর সাহিত্য পত্রিকা ত্রিভুজ-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার লেখা অনূদিত হয়ে বিভিন্ন দেশের বিভিন্ন গ্রন্থে সংকলিত হয়েছে। সাহিত্যে অবদানের জন্য তিনি দেশে এবং বিদেশে প্রশংসিত হয়েছেন, পেয়েছেন একাধিক পুরস্কার। এর মধ্যে বাংলা একাডেমি পুরস্কার, যশাের সাহিত্য ? পরিষদ পুরস্কার, স্পষ্টবাদী পুরস্কার, হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ স্বর্ণপদক, কমর মুশতরী স্বর্ণপদক, কবি জসিমউদ্দীন পরিষদ সাহিত্য পুরস্কার, সা'দত আলী আকন্দ সাহিত্য পুরস্কার, নাসিরউদ্দীন স্বর্ণপদক ও অনন্যা সাহিত্য পুরস্কার উল্লেখযােগ্য।