''কুর’আন সম্মত মুসলিম জীবন' বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা : আদ-দ্বীনো ইয়ুন, অর্থাৎ ইসলাম ধর্ম যাকে আল্লাহ-তা'আলা দ্বীন বা জীবন-ব্যবস্থার নাম দিয়েছেন, একটি সহজ বিষয় । এখানে আল্লাহ ছাড়া আর কারো সামনে রুকু-সেজদা করার দরকার নেই; কারো প্রসংশা করার বা গৌরব বর্ণনা করার দরকার নেই। এখানে ধর্ম-পালনের নামে বিকৃত আনন্দ-উৎসবের কোনো স্থান নেই। পৃথিবীর বুকে অবস্থানকালে মানুষ যে সামাজিক সংস্কৃতি পালন করবে, এখানে তার গোটা বিবরণ দেওয়া হয়েছে। আর আল্লাহর সাথে সঠিক সম্পর্ক গড়ে তোলার জন্য যে ধরনের এবাদত করতে হবে, তারও নিখুঁত বর্ণনা এখানে দেওয়া হয়েছে। ধর্ম পালন মানে আল্লাহর হুকুম পালন। সেকারণেই ইসলাম এবং ঈমান হলো মুসলিম জীবনের দৃশ্যমান কার্যক্রম, আর ইহসান হলো তাদের আধ্যাত্মিক লক্ষ্যবস্তু। অতএব, হুকুম পালনের ক্ষমতা অর্জন করাই জ্ঞান-চর্চা আর সাধনার আসল লক্ষ্য। অন্য কোনো ধরনের ক্ষমতা অর্জন করা, যেমন অলৌকিক ক্ষমতা, মানুষের উপর কর্তৃত্ব স্থাপন করার ক্ষমতা ইত্যাদি, ইসলামের লক্ষ্য নয়। আল্লাহই সকল ক্ষমতার মালিক। তিনিই ইজ্জত দেবার ও ইজ্জত কেড়ে নেবার ক্ষমতা রাখেন। এই বিশ্বাসই মুসলমানের মনের জোরের উৎস। এটাই মুসলমানের আসল ক্ষমতা। অন্য সকল ক্ষমতার লোভ মুসলমানকে দুর্বল করে দেয়, যার সর্ববিধ প্রমাণ আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি । অতএব, কুর'আনের আলোকে মুসলিম জীবন কী হওয়া উচিত, তারই একটা সংক্ষিপ্ত চিত্র এই পুস্তকে তুলে ধরা হয়েছে। বিভিন্ন অধ্যায়ের মধ্যে বর্ণিত হয়েছে: মানুষের জীবনে ইসলাম ধর্মের প্রয়োজনীয়তা, মুসলমানের বৈশিষ্ট্য, মুসলমানের আধ্যাত্মিক লক্ষ্য, সাধনার মূল ধারণাগুলি, আল্লাহর যেসকল সঙ্কেত তাকে আস্থাবান ক'রে, আল্লাহকে স্মরণ করার কিছু পদ্ধতি এবং আধ্যাত্মিক ও মানসিক ভারসাম্য রক্ষা করার প্রয়োজনীয় সতর্কতা। উপসংহারে রয়েছে দেশে বিদেশে মুসলিম পরিবারগুলি যেসকল চ্যালেঞ্জের মুখে অসহায় অবস্থার সম্মুখীন হয়েছে, তার কিছুটা বিবরণ ও সম্ভাব্য সমাধান।