"রবীন্দ্রগল্পের বিচিত্র সম্ভার" বইয়ের সংক্ষিপ্ত কথা: ব্যক্তিগত বা একক সৃষ্টির বিপুলতায়, বিষয়বস্তুর বৈচিত্র্যে, ভাষার অননুকরণীয় কারুকার্যে, চিন্তার অভিনবত্বে ও প্রাখর্যে এবং সৌন্দর্য ও রস সৃষ্টির চমৎকারিত্বে ইত্যাদি দৃষ্টিকোণে সমগ্র রবীন্দ্রসাহিত্য, এককথায়, অতুলনীয়। সাহিত্যের কোনও একটি বিশেষ মাধ্যম বা আঙ্গিক, যেমন কবিতা, ছোটগল্প, নাটক-এসবও যে জগৎ-সংসারের হাজারো জরুরি ও খুঁটিনাটি উপাদানে পরিকীর্ণ হতে পারে, বিশেষ করে তাঁর ছোটগল্প, তার একটি নিদর্শন বলা চলে গ্রন্থটিকে। বাংলা তথা বিশ্বসাহিত্যের এই কালজয়ী মহারথীর ছোটগল্প নিয়ে এজাতীয় গ্রন্থ আগে লিখিত ও প্রকাশিত হয়েছে বলে জানা যায় না। সেই নিরিখে রবীন্দ্রসাহিত্য নিয়ে রচিত গ্রন্থতালিকায় এটি একটি অভিনব বা নবতর সংযোজন বলতে হবে। এটি আসলে রবীন্দ্র ছোটগল্পের কোষজাতীয় গ্রন্থ। এবং অবশ্যই মাছের তেলে মাছ ভাজা। বাংলাসাহিত্যের অদ্বিতীয় গল্পকার তাঁর গল্পগুলোতে যা লিখেছেন, সেগুলো থেকেই বিভিন্ন বিষয়ের তথ্য-উপাদান (যেমন হরেক রকমের প্রাণী, উদ্ভিদ ও ফুল, নদ-নদী, আসবাবপত্র ও তৈজসাদি, পৌরাণিক ও ঐতিহাসিক চরিত্রাবলি, যানবাহন, আহার্য ও ক্রীড়াসামগ্রী ইত্যাদি) খুঁটিয়ে খুঁটিয়ে সংগ্রহ করা হয়েছে। তবে এই খোঁটাখুঁটিতে অলক্ষিত কিন্তু অনিচ্ছাকৃত ভুল থাকার অর্থাৎ তথ্য-সমাবেশের ন্যূনতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তারপরও বলতে হবে রবীন্দ্রগল্পখনিতে অবতরণের এটি একটি প্রবেশমুখ ও সোপান।
Kabedul Islam- জন্ম ১লা জানুয়ারি ১৯৬৪, খুলনায়। বাংলা ভাষা ও সাহিত্যে আশির দশকের গোড়ায় কয়েকটি বিশিষ্ট জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কবিতা ও ছোটগল্প লেখালেখির মধ্য দিয়ে সাহিত্য জগতে আবির্ভূত হন। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থসংখ্যা ৩৫। এর মধ্যে কবিতা ১২, গবেষণা ১২, ছোটগল্প ৫, প্রবন্ধ ৪, ছড়া ১ ও ভূমিবিষয়ক শব্দকোষ ১। তাঁর কিছু উল্লেখযোগ্য গবেষণাকর্মও বর্তমান। বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের একজন কর্মকর্তা; বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন যুগ্মসচিব। সেইসূত্রে সপরিবারে ঢাকায় বসবাস; না হলে, ঢাকায় বসবাসে একেবারেই আগ্রহী নন। চাকরিসূত্রে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভারত ভ্রমণ করেছেন। বিবাহিত; স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তানকে নিয়ে স্বল্পবিত্তের সুখী জীবনযাপন। প্রিয় ও একমাত্র শখ ও নেশা বইপড়া, বইকেনা ও বইসংগ্রহ। সুলভ-দুষ্প্রাপ্য মিলিয়ে তার ব্যক্তিগত গ্রন্থাগারে এ পর্যন্ত ৮ হাজারের বেশি বই সংগৃহীত হয়েছে। এর মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য এবং উপমহাদেশীয় ইতিহাসের বইই সর্বাধিক। বেশ কিছু আকরগ্রন্থ রয়েছে তার সংগ্রহে। প্রিয় স্থান নিজ বাসগৃহ। ঘোরাঘুরি পছন্দ করেন একমাত্র বইপাড়ায় ও বইয়ের দোকানগুলোতে।