"পড়াশোনায় ভাল হতে হলে" বইয়ের ভূমিকা থেকে নেয়াঃ যাদের পড়তে ইচ্ছে করে না, অথবা যারা পড়াশােনায় ভাল হতে চাও, কিন্তু হতে পারছ না তাদের জন্যই আমি এই বইটি লিখছি। আমিও একসময় তােমাদের মতাে ছােট ছিলাম, আমিও পড়াশােনায় ভাল হতে চাইতাম, কিন্তু পড়তে ইচ্ছে করত না। কিভাবে পড়লে ভাল হবে, তাও বুঝতাম না। তাই তােমাদের অসুবিধেটা আমি ভালই বুঝতে পারছি। আমাকে দেখাবার কেউ ছিল না, তবে তােমাদের পথ দেখাতে আমি আছি। দেখাে, কিভাবে মাত্র ৩/৪ মাসের মধ্যেই পড়াশােনায় ভাল হওয়া যায়। আমি জানি, দুষ্টুরা ঠোট উল্টে বলবে, পড়াশােনায় ভাল হয়ে কী হবে? আরও দুটো হাত গজাবে?' আমি বলব, না। হাত তাে আর গজাবে না, তবে আরও দুটো চোখ গজাবে। সেই দুটো চোখ দিয়ে তােমরা বাইরের অচেনা জগতকে দেখবে, সব কিছুর ভেতরটা দেখবে। তাছাড়া আজকালকার দিনে ভাল করে পড়াশােনা না করলে কি চলে? ভাল করে পড়ায় মন দিলে দেখবে বাবা, মা, মাস্টারমশাই, দিদিমণি— সবাই তােমাকে ভালবাসছে। সবশেষে বলব, পড়তে যখন হবেই, তখন ভাল করে পড়াই তাে ভাল। না না, ভয় পেও না। ভাল করে পড়তে হলে দিনরাত্তির বই মুখে করে বসে থাকতে হবে না। শুধু এই বইয়ে আমি যেসব কথা বলব, সেগুলাে খেয়াল রাখবে। ব্যস, তাহলেই কেল্লা ফতে। কি, এবার বইয়ের ভেতরটা পড়তে ইচ্ছে করছে নিশ্চয়ই। এসাে, তাহলে পড়েই দেখ।