"হ্যান্ড বুক অব ইন্ড্রাস্ট্রিয়াল ওয়াশিং এন্ড ডাইং" বইটির ভুমিকা থেকে নেয়াঃ ওয়াশিং টেকনিশিয়ান, মার্চেন্ডাইজার এবং টেটাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রদের বিশেষভাবে বাংলাদেশে ওয়াশিং এর ব্যবহারিক এবং তৃতীয় ব্যাপক বিবরন সম্বলিত একটি বই এর প্রয়ােজন অনুভব করে আসছিল। বাহিরের দেশে প্রচুর পাঠ্যপুস্তক রয়েছে কিন্তু ওয়াশিং এবং গার্মেন্টস ডাইং এর উপর কোন বই নেই ফলে ছাত্র এবং এই সেক্টরের কর্মীদের চাহিদা পূরণে চরমভাবে ব্যার্থ হয়েছে। আমার এই বইটি লিখার উদ্দেশ্য হল এই সেক্টরের শূন্যতাটুকু পূরন করা এবং গার্মেন্টসের কোয়ালিটি বজায় রাখা অপচয় কমানাে, কেমিক্যাল খরচ কমানাে এবং এই জ্ঞান ছড়িয়ে দিয়ে দক্ষ ওয়াশিং টেকনিশিয়ান তৈরী করা। আমি যথাযথভাবে ওয়াশিং এবং ডাইং এর বিভিন্ন দিকগুলি তুলে ধরতে চেষ্টা করেছি। চারটি নতুন অধ্যায় এবং সমস্থ বিষয়ের অধিক ব্যাখ্যা এই সংস্করনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বইটি লিখতে আমি নিম্ন লিখিত বইগুলাের সহায়তা নিয়েছি। * উচ্চতর ফিজিক্যাল কেমিষ্টি * উচ্চতর অর্গানিক কেমিষ্টি * এনভাইরনমেন্টাল কেমিষ্টি * উচ্চতর সেকেন্ডারি কেমিষ্টি * অনলাইন ম্যাগাজিন।