''মানবীয় ভূগোলের সাথে পরিচিতি'' বইয়ের ভুমিকা : দেশে উচ্চশিক্ষা বিস্তারে বাংলা ভাষায় রচিত পাঠ্যপুস্তকের সংখ্যা নিতান্তই কম। আর এ বিষয়টি অনুভব করেই আমরা বাংলা ভাষায় মানবীয় ভূগোলের সাথে পরিচিতি নামক বইটি রচনা করেছি। মানবীয় ভূগোলের মতো একটি স্পর্শকাতর বিষয়ে বইটি রচনা করতে গিয়ে নিজেদের সীমাবদ্ধতা উপলব্ধি করতে পেরেছি। নিয়ত পরিবর্তনশীল এরূপ বিষয়ের ওপর গ্রন্থ রচনা করতে আমরা সর্বদাই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিষয়বস্তুকে সহজবোধ্য ও সুশৃঙ্খলভাবে উপস্থাপনের যথাসাধ্য চেষ্টা করেছি। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস অনুসরণ করে অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্নসহ বিষয়বস্তুগুলো সহজভাবে সাজানো হয়েছে। তবে এ কাজে কতটুকু সফল হতে পেরেছি তার বিচারের ভার সচেতন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষকমণ্ডলী, ছাত্রছাত্রী ও পাঠক মহলের ওপর রইল। যথাসাধ্য চেষ্টা সত্ত্বেও মুদ্রণজনিত ভুলত্রুটি দূর করা হয়তো সম্পূর্ণভাবে হয়নি। তবে পরবর্তী সংস্করণে বইটিকে ত্রুটিমুক্ত রাখার চেষ্টা করব বলে আশা রাখি। আর এ বিষয়ে যে কোনো পরামর্শ সাদরে গ্রহণ করা হবে। বইটি লিখতে গিয়ে আমরা দেশ-বিদেশের বিভিন্ন জনপ্রিয় লেখকের মানবিক ভূগোল বইয়ের সাহায্য নিয়েছি। এজন্য সংশ্লিষ্ট সকল গ্রন্থকার ও প্রকাশকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই । বইটি লেখার পিছনে এদেশের বিভিন্ন কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য সহকর্মীরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরামর্শ ও সহযোগিতা করেছেন। তাঁদের এই অকৃপণ সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে যাদের জন্য বইটি রচিত হয়েছে তারা বইটি পড়ে উপকৃত হলে আমাদের এ শ্রম সার্থক বলে মনে করব। ডিসেম্বর ২০১৫ বিনীত লেখকবৃন্দ