"ভবিষ্যতের জন্য" বইয়ের ফ্ল্যাপ থেকে নেয়াঃ ভবিষ্যতের জন্য চারা লাগানোে আর গাছের পরিচর্যা এক নয় যেমন, তেমনি সন্তান জন্ম দেয়া আর তাকে মানুষ করে তােলাও এক নয়। নিজের জমিতে নিজ হাতে লাগানাে গাছের অধিকার নিজের থাকলেও সে গাছ পৃথিবীর, প্রকৃতির এবং সকল মানুষের মঙ্গলে লাগে। একইভাবে নিজেদের সন্তানও রক্ত বংশ পরিচয় বহন করলেও সে দশ ও দেশের এবং পৃথিবীর সকল মানুষের মঙ্গলে লাগতে পারে, সে বিশ্বের সম্পদ হয়ে উঠতে পারে। জন্ম দিলেই সুযােগ্য মাতা-পিতা হয়ে ওঠা যায় না। কোনাে মাতা-পিতাই সন্তানের অমঙ্গল কামনা করে না। সকল মাতা-পিতার লক্ষ্যই থাকে- সন্তানকে মানুষ করে তােলা, যথাযােগ্য করে গড়ে তােলা। কিন্তু সকল মাতা-পিতাই জানেন না – কীভাবে তাঁদের সন্তান ঠিক ঠিকভাবে মানুষ হয়ে উঠবে, মানব-সম্পদ হয়ে উঠবে। মাতা-পিতারা নিজেদের সকল সুখ বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ করার চেষ্টা করেন, সন্তানের মুখের দিকে তাকিয়ে তাঁরা নিজেদের ভবিষ্যৎ সুখ রচনা করতে চান। কিন্তু উদয়াস্ত পরিশ্রম করে, নানান কৌশল প্রয়ােগ করে, নানা কায়দায় বাড়তি স্বচ্ছলতা তৈরি করে, সন্তানকে স্বাচ্ছন্দ্যে বড়াে করে তুলতে গিয়ে অজান্তেই ছন্দপতন ঘটে যায়। সন্তান কখন কীভাবে ভুল পথে, ভুল শিক্ষায় বেড়ে উঠছে তা সকল মাতা-পিতা খেয়াল রাখতে পারেন না। নানান ব্যস্ততায় ডুবে থেকে আমাদের সন্তানকে কতােটুকু সময়, যত্ন, ভালােবাসা, আদর আমরা দিতে পারছি? কোনাে ভুল হচ্ছে না তাে? আমি আপনি হয়তাে অজান্তে বেখেয়ালে সর্বনাশা ভুল করেও ফেলতে পারি। যেন ভুল না হয়, যেন একটু সময় মেনে, নীতি মেনে, আমরা যেন আমাদের সন্তানকে মানুষ করে গড়ে তুলতে পারি, আর তাই জন্যেই তামান্না সেতুর এই ছােট্ট গ্রন্থ আয়ােজন।
Tamanna Setu লেখক ও সংস্কৃতি কর্মী। বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের পরিচালক। লেখালেখিতে অসাধারণ সামাজিক দায়বদ্ধতার জন্য পেয়েছেন `আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার ২০১৬’। প্রকাশিত গ্রন্থ: ভবিষ্যতের জন্য, জন্মদিনের উপহার, মা আর আমি স্বপ্ন দেখি, আমার মুক্তি আলোয় আলোয়, তামান্না সেতু’র সাড়ে সাতটি প্রেমের গল্প, সে রাতে আমিও মেঘ হয়েছিলাম।