"মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ গল্প" বইটির ভূমিকা থেকে নেয়াঃ উনিশশাে একাত্তর সালে বাঙালি কেমন শােষণ নির্যাতনের শিকার হয়েছিল? শুধু কি একাত্তর সালে? একাত্তরের রক্তক্ষয়ী সংগ্রামের পটভূমি কি তৈরি হয়নি দীর্ঘ আড়াই দশক ধরে? দীর্ঘ চব্বিশ বছর ধরে খুঁচিয়ে খুঁচিয়ে সহজ সরল সহিষ্ণু বাঙালির স্নায়ুর সহ্যক্ষমতা পরীক্ষা করেছে পাকিস্তানী শাসকগােষ্ঠী। শিক্ষা, চাকরি, উন্নয়ন, ভাষা, স্বাতন্ত্র্য সবকিছুতেই ক্রমাগত অবমাননা আর অপমানের বিরুদ্ধে নীরব বিস্ফোরণ ছিল উনিশশাে সত্তুরের সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে জয়ী হবার পরও বাঙালিদেরকে ক্ষমতা হস্তান্তর না করাটা আর নীরবে মেনে নিতে পারেনি এদেশের আত্মসম্মানবােধযুক্ত জনসাধারণ। মুক্তিযুদ্ধ তাই হয়ে উঠেছিল অনিবার্য পরিণতি। সে যুদ্ধে আমাদের রক্তজীবন-সম্মান যেমন গেছে। একইভাবে বাঙালি তাঁর সক্রিয় অস্তিত্বের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে বাঙালি চিরদাস নয়। সে প্রতিবাদ-প্রতিরােধের ভাষা জানে। সে ভাষা শুধু অস্ত্র দিয়ে প্রতিরােধে সীমাবদ্ধ থাকেনি। তা জেগে উঠেছিল প্রত্যেকটি বিদ্রোহী মানসে। গান, খেলা, প্রবাসীদের সামগ্রিক জনমত গঠন, কূটনৈতিক তৎপরতা, সরাসরি যুদ্ধক্ষেত্র সকল জায়গায় এই বিদ্রোহী চেতনার অধিকারী, স্বাধীনতা প্রত্যাশী জনগণ যার যার অবস্থান থেকে প্রতিবাদ প্রতিরােধ করে গেছে। সঙ্গত কারণেই বাংলাদেশের সাহিত্যেও অভিভক্ত পাকিস্তান আমল থেকেই গুমরে গুমরে জড়িয়ে গেছে যত যন্ত্রণা আর অপমানের গল্প। মুক্তিযুদ্ধ শেষে বিজয়ী কিন্তু ছন্নছাড়া বিধ্বস্ত দরিদ্র দেশ ও তার জনগণ, মুক্তিযুদ্ধে অপূরণীয় ক্ষতি স্বীকার করা মুক্তিযােদ্ধা, বীরাঙ্গনা ও তাঁদের পরিবার পরিজনদের নিরন্তর যন্ত্রণা-বেদনা সেই সঙ্গে স্বস্তি আর স্বাধীনতার যত অনুভূতিসমগ্র কাব্যে-গল্পে ধরতে চেয়েছেন সমকালীন ও স্বাধীনতাউত্তর বাঙালি কবি-লেখকরা। সে-সব বিপুল রচনাসম্ভার থেকে যথাসাধ্য বাছাই করে ২৫টি মানােত্তীর্ণ লেখা নিয়ে এই সংকলন। আরাে অনেক লেখা এখানে স্থান পেতে পারত, কিন্তু স্থানাভাবে একটা সীমার মধ্যেই সমাপ্তি টানতে হয়েছে। পাঠক তাদের রক্তে সঞ্চারিত দেশমাতৃকার প্রতি টান ও আবেগকে আরেকবার সিক্ত করে নিতে পারবেন দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ নিয়ে রচিত এসব গল্পে। তবেই এই উদ্যোগ সফল হবে বলে আমাদের প্রত্যাশা। দেশপ্রেমের এই বীজ চারিয়ে যাক সবার মনে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তার চেতনা হয়ে উঠুক প্রত্যেক বাঙালির নিজস্ব আত্মসম্মানের আত্মপরিচয়ের নিরন্তর গল্প, এই কামনায়। -সম্পাদক