"স্মৃতিময় ম্যাজিস্ট্রেট জীবন" বইটির সম্পর্কে কিছু কথা: এ লেখা কোন আত্মজীবনী বা আত্মজীবনীর অংশবিশেষ নয়। একে বলা যায়, আমার কর্মজীবনের একটি অংশের কিছু স্মৃতিরােমন্থনমূলক আলেখ্য। আমার বৈষয়িক কর্মজীবনের প্রায় অর্ধেকটা (১৪ বছর) কেটেছে দেশ-বিদেশে; দেশে- নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ এবং বিদেশে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা’র কমার্সিয়াল স্কুলে অধ্যাপনা করে। কর্মজীবনের বাকি অর্ধেকটা (১৭ বছর) কেটেছে দেশে সরকারের প্রশাসনিক কাজ এবং বিচারিক কাজের সাথে জড়িত থেকে। এই ১৭ বছর কর্মজীবনের একটানা ১০ বছর কেটেছে বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে। বাকি সময়টা কেটেছে টিএনও এবং খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালনে। সরকারি কর্মকর্তা হিসেবে নানা ধরনের দায়িত্ব পালনের সময়কালে যে সব প্রত্যাশিত-অপ্রত্যাশিত, বাঞ্ছিত-অবাঞ্ছিত ঘটনা ঘটেছে, সেগুলির মধ্যে যেগুলি ছিল কিছুটা হলেও ব্যতিক্রমধর্মী, এ লেখায় শুধু সেগুলিই তুলে আনা হয়েছে। এই বর্ণনার মধ্যে কোন বস্তু আছে কি না, জানি না তবে বাস্তবতা আছে। নিজেকে তুলে ধরা বা কাউকে হেয় প্রতিপন্ন করার ইচ্ছা নিয়ে এগুলির উপস্থাপনা নয়, যা ঘটেছিল, যেভাবে ঘটেছিল- চেষ্টা করেছি, তা সেভাবেই তুলে ধরতে। আমার এ প্রয়াসে অতিরঞ্জন বা অতিকথন নেই, তবে অনিবার্যভাবেই ন্যূনতম পরিমার্জন ও পরিশীলন আছে।।