"অ্যাডগার অ্যালান পো রচনাসমগ্র ১" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ প্রথম জীবনে তিনি কবি থাকলেও ‘টেলস অব মিস্ট্রি অ্যান্ড ইমাজিনেশন’ নামক ছােটগল্প বইয়ের জন্য তিনি খ্যাতি লাভ করেন। রহস্য রােমাঞ্চ আর মেরু অভিযারে গা ছমছম-করা এ বইটি প্রকাশিত হওয়ার পর সমালােচক ও পাঠক মহলে তাকে নিয়ে রীতিমতাে হৈ চৈ পড়ে যায়। পৃথিবীর খ্যাতনামা সাহিত্যিক-সমালােচকদের মতে যুক্তরাষ্ট্রের সাহিত্য-ইতিহাসে এমন অতুলনীয়, রােমাঞ্চ আর বিভীষিকা সৃষ্টি করা অন্য কোনাে লেখকের পক্ষেই সম্ভব হয়নি। আমেরিকার প্রতিষ্ঠিত কবিগণের জীবনী পর্যালােচনা করলে নিঃসন্দেহে বলা যেতে পারে, কোনাে কবি বা গল্পকারের জীবনে এত বাঁক, এত জটিলতা এত অন্ধকারাচ্ছন্ন আর বিপর্যয় নেমে এসে প্রতিটা মুহূর্তকে এমন দুবির্ষহ করে রাখেনি। বি-পিতার ঔদাসিন্য, সংসারের নিরবচ্ছিন্ন। অভাব-অনটন আর একের পর এক তাঁর মধ্যে আশ্রয় নেওয়া চারিত্রিক দোষ তাঁর বহুমুখী প্রতিভাবে ক্রমেই ভোতা করে দিচ্ছিল। তা সত্ত্বেও তিনি প্রতিটি রহস্য, রােমাঞ্চ, গােয়েন্দা, ভৌতিক গল্প, আর কত রচনার মাধ্যমে যে প্রতিভার সাক্ষর রেখে গেছেন তা কেবলমাত্র আমেরিকার সাহিত্যজগতেই নয়, সমগ্র বিশ্বের সাহিত্যের ইতিহাসে বিরলই বলা চলে। ছােটগল্প এবং কবিতা ছাড়াও তিনি ন্যারেটিভ এ. গর্ভন পিম’ নামে একমাত্র উপন্যাস রচনা করে গেছেন। আর তার রচিত ছােট গল্পগুলােকে এক-এক সমালােচক এক-এক দৃষ্টিকোণ থেকে বিচার করেন। বলতে পারি-‘দ্য মিস্ট্রি অব মেরি রােজেট’, ‘দ্য মার্জন ইন দ্য মমর্গ, ‘দ্য ব্লাক ক্যাট, ‘মােজেংগারস্টিন, “মেসমেরিক রিভ্যেলেশন এবং “লিজিয়া প্রভৃতি গল্পের মতাে চিত্তাকর্ষক বেশি গল্প বিশ্বের ছোটগল্পের ভাণ্ডারে পাওয়া যাবে না বলেই বিশ্বাস।