"তুমি ছাড়া একলা আমি" বইটিতে লেখা ফ্ল্যাপের কথাঃ ধনীর দুলালী হৃদি অপহৃত হয় দিনে-দুপুরে। তাকে উদ্ধারের জন্য মাঠে নামে পুলিশ। কল লিস্টের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় নোমানকে। কে এই নোমান? অপহরণকারীরা পঞ্চাশ কোটি টাকা মুক্তিপণ দাবি করে হৃদির বাবার কাছে। বাবা যখন মুক্তিপণ দেওয়ার প্রস্তুতি নেন, তখনই অবিশ্বাস্য এক সত্য আবিষ্কার করে পুলিশ। কী সেই সত্য? কেমন সেই সত্য? ভয়াবহ একটি দুঃসংবাদ আসে গ্রাম থেকে। তৎক্ষণাৎ গ্রামে ছুটে যায় নোমান। ছুটে যায় হৃদিও। কিন্তু হৃদি কেন যাবে? কিসের টানে? কিসের মায়ায়? আর কেনই বা রক্তাক্ত হবে নোমান? লেখক পরিচিতিঃ ইকবাল খন্দকার স্থায়ী ঠিকানা: গ্রাম-ভাবলা, উপজেলা-বেলাবো, নরসিংদী। পিতা: মোঃ শামসুদ্দীন খন্দকার (মৃত) মাতা: আমিনা খাতুন। শিক্ষাগত যোগ্যতা: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স। প্রকাশিত বই: ৪১টি। লেখকের উপস্থাপনায় প্রচারিত উল্লেখযােগ্য টিভি অনুষ্ঠান: বেআক্কেলের আড্ডা (একুশে টিভি), সফদার ডাক্তার (চ্যানেল নাইন), ক্যারিকেচার (একুশে টিভি), যদি কিছু মনে করেন (দিগন্ত টিভি), হাসতে নেই মানা (বিটিভি), খবরের খবর আছে (চ্যানেল নাইন), প্রকৃতি ও পরিবেশ (বিটিভি), অমর একুশে বইমেলা (মাই টিভি), শিল্প প্রাঙ্গণ (বিটিভি), খবরওয়ালাদের খবর (বিটিভি), বড় মিয়া ছোট মিয়া (বৈশাখী টিভি) ইত্যাদি।