"কমিক্স পটলা ক্যাবলা" বইটির সম্পর্কে কিছু কথা: পটলা ক্যাবলা আহসান হাবীবের প্রথম কমিক্স সিরিজ। স্কুল পড়ার সময় তিনি এই সিরিজটি আঁকতে শুরু করেন। এখনও চলছে । এরপর তিনি দ্বিতীয়... See more
TK. 150 TK. 129 You Save TK. 21 (14%)
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
"কমিক্স পটলা ক্যাবলা" বইটির সম্পর্কে কিছু কথা: পটলা ক্যাবলা আহসান হাবীবের প্রথম কমিক্স সিরিজ। স্কুল পড়ার সময় তিনি এই সিরিজটি আঁকতে শুরু করেন। এখনও চলছে । এরপর তিনি দ্বিতীয় একটি কমিক্স সিরিজ আঁকতে শুরু করেন সেটা হচ্ছে ‘পন্টু বিল্ট'। এটিও তিনি এখন বিভিন্ন শিশুতােষ পত্রপত্রিকায় একে চলেছেন। তার তৃতীয় কমিক্স সিরিজটি হচ্ছে ‘বিজ্ঞানী বন্ধু'। এই তিনটি সিরিজের কিছু ছােট ছােট গল্প নিয়ে এই কমিক্স বুক।
ড্যাড অফ বাংলাদেশী কার্টুন’ বা ‘গ্র্যান্ডফাদার অফ জোকস’সহ আরো নানা উপাধিতে ভূষিত জনপ্রিয় কার্টুনিস্ট আহসান হাবীব এর জন্ম ১৯৫৭ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর সিলেট অঞ্চলে। মা আয়েশা ফয়েজ ছিলেন একজন গৃহিণী ও বাবা ফয়জুর রহমান আহমদ একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তা ও শহীদ মুক্তিযোদ্ধা। বাবার সরকারি চাকুরির সুবাদে বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, পিরোজপুর, দিনাজপুর, মোহনগঞ্জসহ আরও কিছু জায়গায় তাঁর শৈশব কাটে, এমনকি পড়াশোনাও করেছেন আটটি ভিন্ন স্কুলে। বাংলাদেশের প্রথম বিজ্ঞান কল্পকাহিনী ম্যাগাজিন পত্রিকা ‘মৌলিক’ ১৯৯৯ সালে আহসান হাবীব ও হাসান খুরশিদ রুমির হাত ধরেই প্রকাশিত হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে পাস করার পর থেকে তিন দশক ধরে তিনি ‘উন্মাদ’ পত্রিকার সাথে জড়িত আছেন, যে পত্রিকাকে তাঁর খ্যাতির মূল উৎস হিসেবে চিহ্নিত করা যায় । উন্মাদ পত্রিকা সম্পাদনা ছাড়াও বর্তমানে ‘International Journal Of Comic Art’ কার্টুন পত্রিকার বাংলাদেশী এডিটরের দায়িত্বও পালন করছেন এবং পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগে ২০১৫ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। আহসান হাবীব (কার্টুনিস্ট) এর বই সমূহ এর তালিকায় রয়েছে ‘রাত বারোটার পরের জোকস’, ‘ফোর টুয়েন্টি ফোর আওয়ার জোকস’, ‘জোকস সমগ্র’, ‘৯৯৯ জোকস একটা ফাও’, ‘১০০১টা জোকস ১টা মিসিং’, ‘ভ্যালেন্টাইন জোকস’, ‘জিনি জোকস’ ইত্যাদি। জোকস এর বই ছাড়াও তিনি লিখেছেন নন-ফিকশন, বৈজ্ঞানিক কল্পকাহিনী, গ্রাফিক নোভেল ও নাটক। সেসকল ধারায় আহসান হাবীব (কার্টুনিস্ট) এর বই সমগ্র এর মাঝে আছে ‘আব্জাব্’, ‘লিখতে লিখতে লেখক’, ‘বাবা যখন এক্কেবারে ছোট’, ‘ইশকুল টাইম’, ‘অফিস টাইম’, ‘যাহা বলিব মিথ্যা বলিব’, ‘ভূত যখন Ghost’, ‘সায়েন্স ফ্রিকশন’, ‘বাছাই ভূত’, ‘পাওয়েল ব্রুনস্কির বিচার’, ‘সায়েন্স ফিকশন সংকলন মৌলিক’, ‘সূর্য যেখানে নীল’, ‘হনন’, ‘এবং অতঃপর’, ‘হাইপোথিসিস’, ‘একটি আদর্শ মেস (ধূমপান মুক্ত)’ (সিরিয়াল), ‘আলিবাবা একচল্লিশ চোর’, ‘মিথস্ক্রিয়া’, ‘কাসাহারা’, ‘ভয়’ প্রভৃতি। তাঁর পুরস্কারের ঝুলিতে রয়েছে তুরস্ক থেকে নাসিরুদ্দিন হোজ্জা প্রতিযোগিতা, হাভানা প্রতিযোগিতাসহ আরও নানা জায়গার অসংখ্য পুরস্কার।
আহসান হাবীব দেশের একজন জনপ্রিয় কার্টুনিস্ট ও রম্য সাহিত্যিক হিসেবে পরিচিত। দেশের জনপ্রিয় রম্য পত্রিকা 'উন্মাদ' এর বর্তমান প্রধান সম্পাদক তিনি। আহসান হাবীব ফয়জুর রহমান ও আয়েশা ফয়েজ এর কনিষ্ঠ পুত্র। তার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হন। তার বড় দুই ভাই দেশের স্বনাম ধন্য লেখক। একজন প্রখ্যাত উপন্যাসিক প্রয়াত হুমায়ন আহমেদ। আর আরেকজন মুহাম্মদ জাফর ইকবাল। এস.এস.সি পাশ করার পূর্বে আহসান হাবীব প্রায় ৮টির ও বেশী স্কুলে পড়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জিওগ্রাফিতে এম.এস.সি ডিগ্রি লাভ করেন। ক্যারিয়ারের সূচনা করেন একজন কার্টুনিস্ট এবং এডিটর হিসেবে। ১৯৮০ সাল থেকে শুরু জনপ্রিয় পত্রিকা উন্মাদের সম্পাদক তিনি। এছাড়াও বেশ কিছু হাস্যরসাত্মক নাটক রচনা করে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। বাংলাদেশ কার্টুনিস্ট এসোসিয়েশন এর উপদেষ্টা হিসেবে আছেন। ছোটবেলা থেকেই কারটুন কমিক্স আঁকছেন তিনি। পটলা ক্যাবলা আহসান হাবীবের প্রথম কমিক্স সিরিজ। স্কুলে পড়ার সময় থেকে তিনি সিরিজটি আঁকতে শুরু করেন। এখনও চলছে। এরপর তিনি দ্বিতীয় একটি কমিক্স সিরিজ আঁকতে শুরু করেন সেটা হচ্ছে 'পল্টু বিল্টু'। এটিও তিনি বিভিন্ন শিশুতোষ পত্র-পত্রিকায় একে চলেছেন। আর তৃতীয় কমিক্স সিরিজ টি হচ্ছে 'বিজ্ঞানী বণ্কু'। এই তিনটি সিরিজের ছোট ছোট কিছু গল্প নিয়েই এই কমিক্স বুক টি। পটলা একটি গুপ্তধন ম্যাপ পায়। ক্যাবলাকে সঙ্গী করে দু'টি সাইকেল নিয়ে তারা জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এমন অবস্থায় একটি টর্নেডো ছুটে আসে তাদের দিকে। বলতে না বলতেই ধরে ফেলে তাদের। সাইকেল-গুপ্তধন ম্যাপ কোথায় কোনটা উড়ে যায় তার কোন হদিস পায় না তারা। কিছুক্ষণ পর ক্যাবলা আবিষ্কার করতে চেষ্টা করে সে কোথায়? আর পটলাই বা কোথায়? এরকম মজার কিছু গল্প নিয়েই বইটি লিখেছেন লেখক। আহসান হাবীব বেশ কিছু জোকস এর বইও লিখেছেন। তার মধ্যে - জোক্স সমগ্র, ফোরটুয়েন্টি ফোর আওয়ার জোকস অন্যতম। নন ফিকশনের মধ্যে রয়েছে - আবজাব, লিখতে লিখতে লেখক, ইশকুল টাইম, অফিস টাইম, ভূত যখন ghost, যাহা বলিব মিথ্যা বলিব, বাছাই ভূত, ইত্যাদি। সায়েন্স ফিকশনের মধ্যে রয়েছে - পাওয়েল ব্রুনস্কির বিচার, সায়েন্স ফিকশন সংকলন মৌলিক। এছাড়াও হাইপোথিসিস, এবং অত:পর, আলিবাবা একচল্লিশ চোর এবং একটি আদর্শ মেস - তার রচনা করা জনপ্রিয় নাটক। তুরস্ক থেকে নাসির উদ্দিন হোজ্জা কন্টেস্ট হাভানা কনটেস্ট সহ আরও নানান জায়গা থেকে তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। আহসান হাবীবকে 'ড্যাড অফ বাংলাদেশী কার্টুন', 'গ্র্যান্ডফাদার অফ জোকস' আরও নানারকম উপাধিতে ভূষিত করা হয়েছে। সেই ছোটবেলা থেকে কার্টুন - কমিক্স আঁকছেন তিনি। কার্টুন পত্রিকা উন্মাদের সম্পাদনারও প্রায় চল্লিশ বছর হতে চলল। এখনও তিনি কার্টুন কমিক্স একে চলেছেন। কমিক্স আকার পাশাপাশি তিনি গ্রাফিক নভেলও আঁকতে শুরু করেছেন। ইতোমধ্যে তার তিনটি গ্রাফিক নভেলও বেরিয়েছে। ২০১৫ সাল থেকে তিনি ড্যাফডিল ইউনিভারসিটিতে গ্রাফিক নভেলের উপর Multimedia and Creative Technology (MCT) এর একটি কোর্স পড়াচ্ছেন। আশা করি আহসান হাবীবের এই কমিক্স বইটি আপনাদের বিনোদিত করবে।
Read More
Was this review helpful to you?
By iqbal mahfuj,
12 Mar 2016
Verified Purchase
পটলা ক্যাবলা আহসান হাবীবের প্রথম কমিক্স সিরিজ। স্কুল পড়ার সময় তিনি এই সিরিজটি আঁকতে শুরু করেন। এখনও চলছে। এরপর তিনি দ্বিতীয় একটি কমিক্স আঁকতে শুরু শুরু করেন, সেটা হচ্ছে ‘পল্টু বিল্টু’। এটিও তিনি এখন বিভিন্ন শিশুতোষ পত্রপত্রিকায় এঁকে চলেছেন। তার তৃতীয় কমিক্স সিরিজটি হচ্ছে ‘বিজ্ঞানী বঙ্কু’। এই তিনটি সিরিজের কিছু ছোট ছোট গল্প নিয়ে এই কমিক্স বুক।