"বাংলাসাহিত্যের কীর্তিমান লেখকদের সেরা গল্প" বইয়ের ভূমিকা: বাঙালি জাতি ও সাহিত্যের ইতিহাস অনেক সমৃদ্ধ। সাহিত্যকে বাদ দিয়ে বাঙালি চেতনাকে স্বীকার করার কোনাে উপায় নেই। যুগে যুগে এ দেশের মাটিতে বেড়ে উঠা কিছু মহৎ সাহিত্যিক ও চিন্তাবিদের লেখনিতে সমৃদ্ধ হয়েছে। এ জাতির পরিচয়, সংস্কৃতি ও সর্বোপরি ইতিহাস আমার দৃষ্টিতে তারা বাংলা সাহিত্যের হিরাে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বায়ান্ন, উনসত্তর, একাত্তর, এবং একাত্তর পরবর্তী কোনাে তুফান সাহিত্যের এই হিরােদের অদম্য স্পৃহাকে দমাতে পারেনি। স্রোতের বিপরীতে সাহিত্যের তরী ভাসিয়ে বাংলা সাহিত্যের হিরাে’রা এগিয়েছেন দীর্ঘপথ। এছাড়াও দেশের বিভিন্ন আন্দোলনকে তরান্বিত করতে উল্লেখযােগ্য ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এ সকল গুণীজনেরা। মহান মুক্তিযুদ্ধে নিজেদের নিবেদিত করে সাহিত্য রচনায় মগ্ন থেকেছেন তাঁরা। সাহিত্যেকে করেছেন সমৃদ্ধ এবং বাঙালি সংস্কৃতিতে নিজেদের অবস্থানকে করেছেন দৃঢ়। সেই সকল কিংবদন্তিসম সাহিত্যিকদের শ্রদ্ধা জানানাের ক্ষুদ্র প্রয়াস এই সংকলন। সংকলনটিতে স্থান পেয়েছে বাংলা সাহিত্যের প্রবাদপুরুষদের শ্রেষ্ঠ কিছু সাহিত্যকর্ম। একজন সাহিত্যানুরাগী হিসেবে এবং স্বদেশী সাহিত্য এবং সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা থেকেই মূলত এই প্রচেষ্টা।