‘আমি হয়তো কোনদিন কারো বুকে/জাগাতে পারি নি ভালোবাসা,/ঢালতে পারি নি কোনো বন্ধুত্বের/শিকড়ে একটু জল-/ফোটাতে পারি নি কারো একটিও আবেগের ফুল/আমি তাই অন্যের বন্ধুকে চিরদিন বন্ধু বলেছি;/আমার হয়তো কোনো প্রেমিকা ছিলো না,/বন্ধু ছিলো না,/ঘড়বাড়ি, বশংপরিচয় কিচ্ছু ছিলো না,/আমি ভাসমান শেওলা ছিলাম;/শুধু স্বপ্ন ছিলাম;/কারো প্রেমিকাকে গোপনে বুকের মধ্যে/এভাবে প্রেমিকা ভেবে,/কারো সুখকে এভাবে বুকের মধ্যে /নিজের অন্তর সুখ ভেবে /আমি আজো বেঁচে আছি স্বপ্ন মানুষ।’ (বেঁচে আছি স্বপ্নমানুষ/৭) প্রখ্যাত কবি মহাদেব সাহার ‘বেঁচে আছি স্বপ্নমানুষ’ কাব্যগ্রন্থের নাম কবিতা। এ বইটি প্রথম প্রকাশিত ১৯৯৫ সালে। এরপর সাহিত্যদেশ প্রকাশনা হতে সবশেষ সংস্করণ প্রকাশিত হয় ২০১৬ সালে। বইটি কবি উৎসর্গ করেছেন উপন্যাসিক ইমদাদুল হক মিলনকে। বইটিতে সূচিবদ্ধ হয়েছে ৩৩ টি কবিতা। মানুষ তার স্বপ্নকে লালন করে বেঁচে থাকে তারই সুর বেজে উঠেছে এ কাব্যগ্রন্থের কবিতাগুলোর মধ্যে। স্বপ্ন যে কতোরকম, কতো যে তার শাখা প্রশাখা। চাওয়া আর না পাওয়ার বেদনার মাঝে কবি স্বপ্নকে সম্বল করে বেঁচে আছেন। ১. নদীও শুকিয়ে হয়/ভীষণ সাহারা,/শুকায় না দু’চোখের এই /জলধারা। (খণ্ডকাব্য/ ৪২) মাহাদেব সাহার কবিতার পাঠক মাত্রই জানেন কবির কবিতায় এক ধরণের শূন্যতা ও বিরহের চোরা¯্রােত বয়ে যায়। আর মানব হৃদয়ের মধ্যে যে দুঃখের বৃক্ষ তা দিয়ে যেনো নতুন নতুন ফল ও ফুল ধরে। আর সেই দুঃখের বৃক্ষে কবির কবিতা যেনো জল ঢেলে দেয়। কবিতার আয়নায় যেনো একজন পাঠক নিজের রূপ দেখতে পায়। নিজের স্বপ্নকে জাগিয়ে তোলার ক্ষেত্রে এ কবিতাগুলো যেনো প্রেরণা। রাজিব রায়ের প্রচ্ছদে করা এ বইটির মূল্য ১০০ টাকা।
Mahadev Saha জন্ম : ২০ শ্রাবণ ১৩৫১, শনিবার, ৫ আগস্ট, ১৯৪৪, সিরাজগঞ্জ জেলার ধানঘাড়া গ্রামে। পিতা : গদাধর সাহা। মাতা : বিরাজমোহিনী। ঢাকা কলেজ, বগুড়া কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন। প্রথমে বাংলা ও পরে কিছুকাল ইংরেজি সাহিত্যের ছাত্র। লেখালেখির শুরু কৈশোরে । শ্ৰী: নীলা সাহা। দুইপুত্র : তীর্থ ও সৌধ। গ্রন্থসংখ্যা : ১৩০। প্রথম কাব্যগ্রন্থ : এই গৃহ এই সন্ন্যাস। কাব্যগ্রন্থ : ৭৫০। শিশু-কিশোরদের জন্য লেখা কবিতার বই: ৮। গদ্যগ্রন্থ:১৫। এ পর্যন্ত ভ্ৰমণ করেছেন : জার্মানি, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, ভারত, উজবেকিস্তান, যুক্তরাষ্ট্র ও কানাডা। সাহিত্যের অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বহু পুরস্কার; একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার, বগুড়া লেখক চক্র পুরস্কার, কবি সুকান্ত সাহিত্য কবিতালাপ পুরস্কার, রেখাচিত্রম সম্মাননা, বাংলাদেশ-কানাডা অ্যাসোশিয়েশন অব ক্যালগেরি সম্মাননা, সংহতি গুণীজন সম্মাননা পদক, লন্ডন, উত্তরা ইউনিভার্সিটি সম্মাননা।