উপন্যাসের প্রধান দুটি চরিত্র শুভ্র ও নীলা দম্পতি। কাজের প্রয়োজনে শুভ্রকে কয়েক মাসের জন্য দেশের এমন একটি অঞ্চলে থাকতে হয় যেখানে রাজনৈতিক পরিস্থিতি, সংস্কৃতি, শাষণ ব্যবস্থা ও সামাজিক ব্যবস্থা দেশের অন্যান্য অঞ্চলের মত নয়। শুভ্রর ফোনে হঠাৎ একদিন একটি অজানা নম্বর থেকে আসা ফোনকল কাল হয়ে দাড়ায় শ্রভ্র-নীলার দাম্পত্য জীবনে। পরস্পরের মধ্যে চলে ভুল বোঝাবুঝি। এরই মধ্যে আবার শুভ্র-নীলার জীবনে ঘটে যায় অনেক অলৌকিক ঘটনা, যার কোনো ব্যাখ্যা নেই বিজ্ঞানের কাছে। আরও ধীরে ধীরে শুভ্র-নীলা হয়ে ওঠে ক্ষমতাপিপাসু নোংরা রাজনীতির প্রত্যক্ষদর্শী। এই রাজনীতিরই অংশ হিসেবে পৃথিবী থেকে বিদায় নেয় শুভ্রর ঘনিষ্ঠ একজন সহকর্মী। এই মৃত্যুকে নিয়ে শুরু হয় নতুন আর এক রাজনীতি। শুধু জাতীয় রাজনীতি নয়, আন্তর্জাতিক রাজনীতিও সোচ্চার হয়ে ওঠে এই মৃত্যুকে ঘিরে। তবে, সবকিছুকে পাশ কাটিয়ে এক সময় অফিসের নির্দেশে কয়েক বছরের জন্য দেশের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়ে শুভ্র। এসব নিয়েই গড়ে উঠেছে পুরো উপন্যাস। উপন্যাসের পাতায় পাতায় রয়েছে অজানা অনেক তথ্য ও রহস্য। আছে বিচিত্র এক সামাজিক ব্যবস্থার সাথে পরিচিত হবার সুযোগ। সেই সাথে রয়েছে ঘুনে ধরা রাজনীতি ও সামন্ততন্ত্রের অজানা অনেক ফাঁক ফোকর।
রোকেয়া লিটার জন্ম ১৯৮৫ সালের ১২ আগস্ট, দিনাজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন রোকেয়া লিটা। বেসরকারি বিশ্ববিদ্যালয় “ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ”থেকেও মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিষয়ে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন তিনি। বেশ কয়েকটি পত্রিকা আর টেলিভিশনে সাংবাদিকতা করার পাশাপাশি কাজ করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতেও। ছোটবেলা থেকেই ছড়া ও প্রবন্ধ লিখতেন রোকেয়া, তবে প্রাতিষ্ঠানিকভাবে লেখালেখির শুরু পাক্ষিক আনন্দ আলোতে কাজ করার সুবাদে। ২০১৪ সালে “অক্ষর” নামে একটি অণুগ্রন্থ সংকলণে লেখকের কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হয়। ২০১৫ সালে আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয় রোকেয়া লিটার প্রথম উপন্যাস “সমকামিতা”। তার এই উপন্যাসটি চরম মাত্রায় বিতর্কিত এবং সমালোচিত হয়েছিলো। কারণ, উপন্যাসের মূল ভাবনাটা সামাজিক ভাবে নিষিদ্ধ বিষয়ের মধ্যে পড়ে। এরপর ২০১৬ সালে সময় প্রকাশন থেকে প্রকাশিত হয় তার দ্বিতীয় উপন্যাস “ডুমুরের ফুল”। লেখকের এই উপন্যাসে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের সামাজিক-রাজনৈতিক জীবন উঠে আসে। এই উপন্যাসটিও সমানভাবে আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। আর এবছর একুশে বইমেলায় লেখকের তৃতীয় উপন্যাস “পুরুষ”প্রকাশিত হয় আদর্শ প্রকাশনী থেকে। বর্তমানে তিনি হাফিংটন পোস্ট, বিবিসি বাংলা, বাংলা ট্রিবিউনসহ বেশ কয়েকটি জাতীয় গনমাধ্যমে নিয়মিত কলাম লিখছেন।"