"প্রেমরোগ" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ বিপি-বিশ্বপ্রেমিক একজন ঢাকাইয়া বেকার তরুণ। প্রেম মানেই ছেলেখেলা নয়। জীবন মানেই হাসি আনন্দ আর গান! আর হাসিখুশি থাকা মানেই প্রেমরােগ। সহজ সরল বােকাসােকা বিপি আবার প্রেমপাগল। সে আবার ভুলভাল ইংরেজিতে কথা বলে। প্রতি সপ্তাহে সে নতুন নতুন প্রেমে পড়ে। সেই প্রেমের গল্প সে শােনায় এবিসি রেডিওর শ্রোতাদের। শুনতে শুনতে শ্রোতারা ভাবেন, আরে এতাে আমার জীবনের কথাই বলছে। থাকে গান, কৌতুকসহ আরজে শারমিন-এর সঙ্গে বিপির কথার লড়াই। প্রেম বা ভালােবাসা নিয়ে ছলনা, চিটিংবাজীসহ নানা ধরনের উদ্দেশ্যমূলক সম্পর্কগুলাের বিস্তারিত তুলে ধরে বিপি তার প্রেমের গল্পের মধ্য দিয়ে। প্রতি সপ্তাহেই বিপির প্রেমের গল্পের শেষে থাকে একটি উপদেশমূলক বক্তব্য। যা মানুষকে আরাে সচেতন করে তােলে। একই সঙ্গে পুরান ঢাকার বিভিন্ন খাবার দাবার, দর্শনীয় স্থানসহ বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়। অনুষ্ঠান চলাকালে শ্রোতারা ক্ষুদেবার্তা এবং সরাসরি ফোন করে অংশ নেন। অনুষ্ঠান চলাকালে ক্ষুতেবার্তা পাঠাতে পারে যে কোন মােবাইল থেকে ২২২১ এই নম্বরে। কথাবন্ধু আরজে শারমিনের সঞ্চালনায় বিপির অভিনব সব প্রেমরােগের গল্প শুনতে হলে আপনাকে কান পাততে হবে প্রতি শনিবার ১২টা থেকে ২টা পর্যন্ত। এই বইটির সকল কাহিনী এবিসি রেডিও-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘প্রেমরােগে’ প্রচারিত হয়েছে। লাভসিক বিপি (বিশ্বপ্রেমিক) একটি কাল্পনিক চরিত্র মাত্র। এছাড়াও প্রতিটি কাহিনীতে থাকা সকল চরিত্রগুলােও কাল্পনিক। বাস্তবে এর কোনাে অস্তিত্ব নেই। যদি কারাে সাথে কোন অংশ কাকতালিয়ভাবে মিলে যায় তবে তা হবে অনিচ্ছাকৃত।
RJ Sharmeen আরজে শারমিন, বাংলাদেশের জনপ্রিয় আরজেদের মধ্যে অন্যতম। বৃশ্চিক রাশির এই আরজের জন্ম তারিখ ১৯ নভেম্বর । বাবা সাংবাদিক হওয়ার কারনে ছােটবেলা থেকেই সংস্কৃতিক অঙ্গনে পদচারণা। ছােটবেলা থেকে গানের প্রতি প্ৰবল আগ্রহ থাকার কারনে নিয়মিত গান শিখতেন প্ৰখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী ‘রেজওয়ানা চৌধুরী বন্যা’র কাছে। গান করতে করতেই আরজে হিসেবে পথ চলা শুরু । দীর্ঘ সাত বছর ধরে এবিসি রেডিওতে কর্মরত আছেন। তার জনপ্ৰিয় অনুষ্ঠানগুলোর মধ্যে 'কুয়াশা’, ‘প্ৰেমরোগ’, ‘হাওয়া বদল’ এবং তারা-রাম-পাম’ অন্যতম। অবসর সময় গান শুনতে এবং কাছের মানুষদের গান শোনাতে ভালোবাসেন বর্তমান সময়ের জনপ্রিয় এই আরজে ।