”নগর ঢাকায় জনৈক জীবনানন্দ” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা : বাংলাদেশে বর্তমান প্রজন্মের কবি-লেখকদের মধ্যে যারা। নিজস্ব স্বরলিপি খুঁজে চলেছেন, পিয়াস মজিদ তাদেরই একজন। নগর ঢাকায় জনৈক জীবনানন্দ পিয়াসের প্রথম । গল্পগ্রন্থ। কিন্তু গল্পের যে ছকবাঁধা গড়ন, তাকে ভেঙে পিয়াস । পৌছুতে চেয়েছেন পাঠ্যবস্তুর দিকে। এই সম্প্রহে আটটি। রচনায় একটা গল্প যেমন বলা হচ্ছে, তেমনই গল্পটিকে ঘিরে একটা মেটা-ন্যারেটিভ বুনে তােলার প্রচেষ্টাও রয়েছে। পিয়াসের গল্পের চরিত্রেরা অনেকেই কবি-লেখক বা। আমাদের অতিপরিচিত কোনাে গল্প বা উপন্যাসের চরিত্র।। যেমন— গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, জীবনানন্দ দাশ, শহীদুল জহির, শশী কিংবা কুসুম। কবিতার ডানা ছুঁয়ে থাকা। পিয়াসের এই আটটি রচনার শিকড় কিন্তু তার দেশের | মাটিতেই প্রােথিত। নাহলে জীবনানন্দ দাশ, শহীদুল জহির, শশী কুসুমেরা তার আখ্যানভাঙা আখ্যানের মধ্যে ঢুকে। পড়তাে না। কিন্তু পিয়াসকে আরাে বেশি আগ্রাসী হতে হবে। বাস্তবতার অন্বেষণে, যে রণরক্তময় চিন্তা থেকে জন্ম নেয়। 'পুতুলনাচের ইতিকথা মাল্যবান। তবে এই সংকলন তাে তার যাত্রাপথের প্রথম নিশান, সামনে অনেক দীর্ঘপথ।। লেখাগুলি সম্পর্কে কোনাে আলােচনা, আমার বিবেচনায়। জরুরি নয়। কেননা বের্টল্ট ব্রেশট যেমন বলেছেন, পুডিংয়ের। স্বাদ লিখে বুঝানাে যায় না; জিভে চাখতে হয়।। পিয়াসের লেখা এবং পিয়াসকে পড়ন।। হ্যা এই কথাটা জরুরি, পিয়াসকে পড়ুন।
জন্ম : ২১ ডিসেম্বর, ১৯৮৪, শিক্ষাগত যোগ্যতা : স্নাতক সম্মান ও স্নাতকোত্তর (ইতিহাস বিভাগ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পেশা : জনসংযোগ কর্মকর্তা, বাংলা একাডেমি পুরস্কার : এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার ২০১২, কলকাতার আদম লিটল ম্যাগাজিন প্রদত্ত তরুণ কবি সম্মাননা ২০১৬, সিটি-আনন্দ আলো পুরস্কার ২০১৬, শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার ২০১৬, দাঁড়াবার জায়গা সাহিত্য পুরস্কার ২০১৭, কলকাতা। অন্যান্য কর্মকা- : তার ছোটগল্প অবলম্বনে আশুতোষ সুজন নির্মাণ করেছেন টেলিছবি নগর ঢাকায় জনৈক জীবনানন্দ। ২০১৫তে আমন্ত্রিত হয়ে অংশ নিয়েছেন চীনে অনুষ্ঠিত চীন- দক্ষিণ এশিয়া- দক্ষিণ পূর্ব এশিয়া লেখক সম্মেলনে।