বইটির ফ্ল্যাপ এর লেখাঃ একটি সময় এবং সেই সময়ের সমাজ সর্বোপরি দেশকে যেভাবে নাটকের মাধ্যমে তুলে ধরা যায়-সহিত্যের অন্য কোনাে মাধ্যমে সেভাবে সম্ভব নয়। এগ্রন্থের নাট্য-বিষয়ক প্রবন্ধগুলােতে বেশকিছু নাটক আলােচনার মধ্য দিয়ে সমকাল ও সমকালের সামাজিক-রাজনৈতিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি সেই সময়ে নাট্যচর্চা ও নাট্যপরিস্থিতি কেমন ছিল সেই বিষয়টিও ওঠে এসেছে। একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলে নাটকের বিষয়ভাবনায় মুক্তিযুদ্ধ বেশ গুরুত্ব পায়। স্বদেশ-প্রেমিক নাট্যকাররা তাদের নাটকে মুক্তিযুদ্ধকে কীভাবে রূপায়িত করেছেন মুক্তিযুদ্ধ-বিষয়ক নাটক আলােচনার মাধ্যমে তা তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে নানা কারণেই হতাশা ও ক্রোধ জনগণের মধ্যে প্রতিবাদী চেতনার সৃষ্টি করে। জনগণের এই প্রতিবাদী চেতনা নাট্যকারদের দারুণভাবে প্রভাবিত করে। তারা রচনা করেন বেশকিছু প্রতিবাদী চেতনার নাটক। নাট্য-আঙ্গিকেও চলছিল ক্রমাগত পরীক্ষানিরীক্ষা। সেই পরীক্ষা-নিরীক্ষার ধারাবাহিকতায় একসময় ব্যাপৃত হন সেলিম আল দীন। তাঁর ‘চাকা' নাটকের আঙ্গিক আলােচনায় সেই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠেছে। নাটক যেহেতু সাহিত্যের একটি শক্তিশালী মাধ্যম সেহেতু এটি এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠ্য তালিকায় অনিবার্য একটি বিষয় হয়ে ওঠেছে। নাট্য-বিষয়ক কতিপয় প্রবন্ধ’ এ গ্রন্থটি তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নাট্য-গবেষকবৃন্দের কাজে লাগবে-এমনটি প্রত্যাশা করা যেতেই পারে।